সীমান্তে নিয়ন্ত্রণ জোরদার করবে পাকিস্তান-ইরান

দুই দেশের সীমান্তে শান্তি বজায় রাখার বিষয়ে নিজেদের প্রতিশ্রুতির পুনর্বার উল্লেখ করে সীমান্তে নিয়ন্ত্রণ জোরদার ও সমন্বয় বিষয়ে নতুন সমঝোতায় সম্মত হয়েছে ইরান ও পাকিস্তান।

>> আইএএনএসবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Oct 2014, 09:36 AM
Updated : 28 Oct 2014, 09:36 AM

মঙ্গলবার পাকিস্তানি গণমাধ্যমে প্রকাশিত সংবাদের সূত্রে এসব খবর জানা গেছে।

সোমবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অষ্টম পাকিস্তান-ইরান দ্বিপাক্ষিক রাজনৈতিক আলোচনায় এ বিষয়ে দেশদুটি সমঝোতায় পৌঁছে।

পাকিস্তানের পররাষ্ট্র সচিব আজিজ আহমেদ চৌধুরি ও ইরানি উপপররাষ্ট্র মন্ত্রী ইব্রাহিম রহিমপুর আলোচনায় নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

আলোচনার পর এক যৌথ বিবৃতিতে বলা হয়, “দুপক্ষ সীমান্তের সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো পর্যালোচনা
করে দেখেছে এবং পাকিস্তান-ইরান সীমান্ত শান্ত রাখার দৃঢ় সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করেছে।”

জঙ্গি ও চোরাচালানীদের তৎপরতাকে কেন্দ্র করে সম্প্রতি পাকিস্তান-ইরান সীমান্তে বেশ কয়েকবার গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ধরনের এক ঘটনায় ইরানি সীমান্ত রক্ষীদের আক্রমণে পাকিস্তানি সীমান্তরক্ষী বাহিনীর এক কর্মকর্তা নিহত ও অপর চারজন আহত হয়েছিলেন।