আফগানিস্তান ছাড়ল শেষ বিদেশি বাহিনী

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সেনাক্যাম্প থেকে বিদায় নিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সর্বশেষ সেনা দল।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Oct 2014, 03:42 PM
Updated : 27 Oct 2014, 03:42 PM

সোমবার হেলমান্দ প্রদেশের এই ক্যাম্প থেকে সেনাদের সরিয়ে নেয়া হয় এবং ক্যাম্পটি বন্ধ ঘোষণা করা হয়।

একদিন আগে আন্তর্জাতিক জোট ওই অঞ্চল থেকে সেনাদের সরিয়ে নিয়ে অঞ্চলটি আফগান সেনাদের হাতে তুলে দেয়ার ঘোষণা দেয়।

এই প্রদেশটি ১৩ বছর ইসলামপন্থি তালেবান শাসক গোষ্ঠীর নিয়ন্ত্রণে ছিল। পরে আন্তর্জাতিক বাহিনী তাদের হটিয়ে দেয়।

এদিন সেনা সদস্যদের সরিয়ে নেয়ার কাজ পূর্ব পরিকল্পনা মাফিকই হয়েছে। বিমানে ওঠার আগে সেনাদের আবেগ আপ্লুত হয়ে পড়তে দেখা গেছে।

নৌবাহিনীর যোগাযোগ কর্মকর্তা ক্যাপ্টেন অ্যান্থনি এনগুয়েন বলেন, “এটা কল্পনাতীত।”

“ আমরা শরণার্থী বা ওই ধরনের কিছু নই। কিন্তু এটা আমাকে ভিয়েতনামের কথা মনে করিয়ে দিচ্ছে। জনগণ হেলিকপ্টারগুলোর দিকে দৌড়ে আসছে …. তারা বিমানগুলোর দিকে পাগলের মতো দৌড়ে আসছে।”

যুক্তরাষ্ট্রের এ সেনা কর্মকর্তার জন্ম ভিয়েতনামে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে লেথের্নেক ও ব্যাসন থেকেও আমেরিকান ও ব্রিটিশ সেনাদের সরিয়ে নেয়া নেটো নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনী এখন আফগান সেনাদের শুধুমাত্র সহায়ক হিসেবে কাজ করবে। তারা চরমপন্থি তালেবানদের সঙ্গে কিভাবে যুদ্ধ করতে হয় সেটা আফগানিস্তানের সেনা ও পুলিশদের শেখাবে।

ওদিকে, এ বছর আফগানিস্তান আবারো অনেকটা অস্থিতিশীল হয়ে উঠেছে। জঙ্গিদের সঙ্গে বিভন্ন সংঘর্ষে বেসরকারি জনগণ ও আফগানিস্তানের নিরাপত্তাবাহিনীর সদস্যদের হতাহত হওয়ার সংখ্য প্রায় সর্বোচ্চর কাছাকাছি পৌঁছে গেছে।