আরেকটি শহরের পুনর্দখল নিল কুর্দিরা

ইসলামিক স্টেস (আইএস) জঙ্গিদের হটিয়ে আবারো ইরাকের উত্তরাঞ্চলের শহর জুমার নিয়ন্ত্রণ নিয়েছে কুর্দি সেনারা।

নিউজ ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Oct 2014, 03:40 PM
Updated : 25 Oct 2014, 03:40 PM

ইরাকের নিরাপত্তা বাহিনী জানায়, শনিবার ভোরে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট বাহিনীর প্রচণ্ড বিমান হামলার পর আইএস জঙ্গিরা জুমা ও এর আশেপাশের কয়েকটি গ্রাম থেকে পিছু হটে।

জুমায় কুর্দি গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা বলেন, ভোরে পেশমার্গ সেনারা পাঁচ দিক থেকে অগ্রসর হতে শুরু করে। সেখানে প্রচণ্ড সংঘর্ষ হয় এবং শেষ পর্যন্ত আমাদের জয় হয়।

পেশমার্গ সেনাদের একজন মুখপাত্র জানান, জুমা এখন কুর্দি সেনাদের দখলে।

কুর্দি অধ্যুষিত শহরগুলোর মধ্যে আইএস জঙ্গিরা সর্বপ্রথম জুমা দখল করে। অগাস্টে শহরটির দখল নিয়েছিলো চরমপন্থি দলটি।

যদিও সেপ্টেম্বরে একবার জুমা পুর্নদখলের দাবি করেছিলো কুর্দি বাহিনী। কিন্তু তার পরপরই তারা আবার শহরটির নিয়ন্ত্রণ হারায়।

যদি কুর্দিরা জুমার দখল রাখতে পারে তবে তারা অপেক্ষাকৃত সহজে ইরাকের আরেক শহর সিনজারের দিকে অগ্রসর হতে পারবে। পাহাড়ী এই শহরে আইএস জঙ্গিরা ইরাকের সংখ্যালঘু ইয়াজিদি জনগোষ্ঠিকে আটকে রেখেছে।

জোট বাহিনীর বিমান হামলার সহায়তা নিয়ে কুর্দি সেনারা ধীরে ধীরে আইএস এর কাছ থেকে বিভিন্ন এলাকা পুর্নদখল করছে। তবে ভারী অস্ত্রে অভাবে তারা সেভাবে অগ্রসর হতে পারছে না। এছাড়া আইএস জঙ্গিদের স্থানীয়ভাবে বানানো বোমা ও পেতে রাখা বিভিন্ন ফাঁদ কুর্দি সেনাদের ভোগাচ্ছে।