‘যৌনতার উদ্ভব আবিষ্কার’

পৃথিবীতে যৌনক্রিয়ার উদ্ভব কবে হয়েছিল সে ব্যাপারে সুনিশ্চিত কোন প্রমাণ পাওয়া না গেলেও সম্পতি বিজ্ঞানিরা দাবি করেছে এক ধরনের মাছ প্রথম যৌনক্রিয়ার মধ্যদিয়ে পরবর্তী প্রজন্মের জন্ম দিয়েছিল।

নিউজ ডেস্ক>>বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Oct 2014, 09:48 AM
Updated : 25 Oct 2014, 09:51 AM

সোমবার বিবিসি জানিয়েছে, মাইক্রোব্রাচিউস ডিক্কি নামের ছোট এক ধরনের মাছ প্রথম সন্তান উৎপাদনে যৌনক্রিয়া পদ্ধতির ব্যবহার করে।

মাইক্রোব্রাচিউস ডিক্কি মাছেরা ৩৮ কোটি ৫০ লাখ বছর আগে স্কটল্যান্ডে বসবাস করতো।
মাছ জুটিরা কীভাবে পাশাপাশি অবস্থান নিয়ে যৌন ক্রিয়ায় মিলিত হতো তা অস্ট্রেলিয়ার ফ্লিন্ডার্স বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা একটি অ্যানিমেশনের মাধ্যমে তুলে ধরেছেন।
বিজ্ঞান সাময়িকী ‘নেচার’এ সম্প্রতি এই আবিষ্কারের বিষয়টি প্রকাশিত হয়েছে।