কানাডায় হামলায় ‘আইএস জড়িত নয়’

অটোয়ায় পার্লামেন্টে হামলাকারীর সঙ্গে মধ্যপ্রাচ্যের জিহাদি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এর জড়িত থাকার কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি বলে জানিয়েছে কানাডা সরকার।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Oct 2014, 11:36 AM
Updated : 24 Oct 2014, 11:36 AM

কানাডার পররাষ্ট্রমন্ত্রী জন বায়ার্ড বিবিসি কে বলেন, মাইকেল জেহাফ-বিবেউ হঠাৎই বদলে গিয়েছিলেন। কিন্তু তিনি চরম ঝুঁকিপূর্ণ মানুষদের তালিকায় ছিলেন না।

জেহাফ বিবেউ অটোয়ার ওয়ার মেমোরিয়ালে গুলি চালিয়ে এক সেনাকে হত্যা করেন। পরে পার্লামেন্ট ভবনের কাছে নিরাপত্তা রক্ষীদের গুলিতে নিহত হন তিনি।

পুলিশ পার্লামেন্ট ভবনে হামলাকারীর হামলার ভিডিও প্রকাশ করেছে। বুধবার ওই হামলার সময় প্রধানমন্ত্রী স্টিফেন হার্পার ১৫ মিনিট লুকিয়ে ছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী বায়ার্ড বলেন, বিবেউ আইএস এর সঙ্গে জড়িত এমন কোনো প্রমাণ এখন পর্যন্ত মেলেনি।

তিনি বলেন, “কানাডার নাগরিকরা যে হারে কট্টরপন্থি হয়ে সিরিয়া এবং ইরাকে লড়াই করতে চলে যাচ্ছে তাতে তিনি অত্যন্ত উদ্বিগ্ন। কিন্তু তারপরও এর সঙ্গে বিবেউ’র হামলার ঘটনার যোগসূত্র অন্তত এখন পর্যন্ত পাওয়া যায়নি”।

বায়ার্ড আরো বলেন, “এ পর্যন্ত ১শতাধিক কানাডীয় জিহাদিদের সঙ্গে লড়তে মধ্যপ্রাচ্য চলে গেছে বলে খবর পাওয়া গেছে। এটি অত্যন্ত উদ্বেগজনক”।

বিবেউ যে ক্ষতি করেছেন তার চেয়েও বেশি ক্ষতি ডেকে আনতে পারতেন বলেও বায়ার্ড মন্তব্য করেন।