পাকিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ৩

পাকিস্তানের কোয়েটায় এক ধর্মীয় নেতাকে লক্ষ করে চালানো আত্মঘাতী হামলায় অন্ততপক্ষে ৩ জন নিহত হয়েছেন।

>>আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Oct 2014, 06:22 AM
Updated : 24 Oct 2014, 06:22 AM

বৃহস্পতিবার সন্ধ্যায় এই হামলাটি চালানো হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রাদেশিক পরিষদের সদস্য সরফরাজ বুগতি জানিয়েছেন, পাকিস্তানের জামাত উলেমা-ই-ইসলামের চেয়ারম্যান মওলানা ফজল-উর-রেহমানকে বহনকারী গাড়িকে লক্ষ করে হামলাটি চালানো হয়। তিনি বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় একটি রাজনৈতিক সমাবেশে ভাষণ দিতে এসেছিলেন।

গণমাধ্যমের কাছে ফজল-উর-রেহমান বলেন, তিনি এই হামলা থেকে বেঁচে গেছেন কারণ তাকে বহনকারী গাড়িটি বুলেটপ্রুফ ছিল।

এই হামলায় তার দলের ২ জন কর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।

আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট জানিয়েছে, ওই আত্মঘাতী হামলাকারী অন্ততপক্ষে ৬ থেকে ৮ কেজি বিস্ফোরক বহন করছিলেন।

এখনো পর্যন্ত কোন গোষ্ঠী এই হামলার দায়িত্ব স্বীকার করেনি। তদন্তের স্বার্থে হামলাস্থলটি পুলিশ ঘিরে রেখেছে।

পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হুসেইন এই হামলার নিন্দা জানিয়েছেন। তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে আহতদের সর্বোচ্চ সেবা প্রদানের নির্দেশ দিয়েছেন।