সিরিয়ার কুর্দিদের ক্ষমতা ভাগাভাগি চুক্তি সই

সিরিয়ার কুর্দি দলগুলো ক্ষমতা ভাগাভাগি চুক্তি সই করেছে। আইএস জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে আন্তর্জাতিক সমর্থন আদায়ই এর লক্ষ্য।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2014, 03:10 PM
Updated : 23 Oct 2014, 03:10 PM

৯ দিনের আলোচনার পর এ চুক্তি উপনীত হয়েছে কুর্দিরা। কোবানিতে আইএস এর বিরুদ্ধে কুর্দি পেশমেরগা বাহিনীকে লড়তে পাঠানোর ইরাকি কুর্দিস্তানের সিদ্ধান্তের এ সময়টিতে এ চুক্তি হল।

সিরিয়ায় তিন বছরের গৃহযুদ্ধে দেশের উত্তরে প্রভাব বাড়ানোর সুযোগ পেয়েছে কুর্দিরা। কিন্তু নিজেদের বিভিন্ন দলের মধ্যেই কোন্দলের মধ্যে ছিল তারা।

এ বছরের শুরুর দিকে প্রভাবশালী ডেমোক্রেটিক ইউনিয়ন পার্টি (পিওয়াইডি) সিরিয়ার উত্তরে তিনটি অঞ্চল গঠন করে সেখানে স্বশাসন ঘোষণা করে। কিন্তু অন্যান্য কুর্দি দলগুলো এ পদক্ষেপ প্রত্যাখ্যান করে।

বুধবার সই হওয়া চুক্তির আওতায় সবগুলো কুর্দি দলের প্রতিনিধিত্বে গঠিত নতুন পরিষদেরই যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা থাকবে।