জেরুজালেমে রেলস্টেশনে গাড়ি ‘হামলা’য় নবজাতকের মৃত্যু

জেরুজালেমের একটি ট্রাম স্টেশনে দাঁড়িয়ে থাকা লোকজনকে একটি গাড়ি এসে আঘাত করলে ৩ মাস বয়সী এক শিশু নিহত হয়।

নিউজ ডেস্ক>>বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2014, 07:37 AM
Updated : 23 Oct 2014, 07:37 AM

বুধবার রাতের এ ঘটনায় আরো আটজন আহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

ইসরায়েলি পুলিশ জানিয়েছে, গাড়িচালক একজন ফিলিস্তিনি এবং তিনি পূর্ব জেরুজালেমের বাসিন্দা। গাড়ি ফেলে পালিয়ে যাওয়ার সময় পুলিশ কর্মকর্তারা তাকে গুলি করেন। পরে তিনি হাসপাতালে মারা যান।

এই ঘটনাকে একটি “সন্ত্রাসী হামলা” বলে বিবেচনা করছেন ইসরায়েলি পুলিশ কর্মকর্তারা। এর আগে ওই ব্যক্তি সন্দেহভাজন “সন্ত্রাসী কার্যকলাপের” জন্য ইসরায়েলি কারাগারে সাজা খেটেছেন বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, সন্দেহভাজনের কিশোর ভাইকে গ্রেপ্তার করা হয়েছে।

নিহত শিশু ও তার পিতামাতা যুক্তরাষ্ট্রের নাগরিক বলে জানিয়েছেন জেরুজালেমের মেয়র নির বারকাত।

এর আগে বুধবার সকালে মিশরের সিনাই থেকে অজ্ঞাত হামলাকারীদের ছোঁড়া ট্যাঙ্কবিধ্বংসী গোলা ও গুলিবর্ষণে দুই ইসরায়েলি সেনা আহত হন। ফিলিস্তিনের গাজা ভূখণ্ড থেকে ৬০ কিলোমিটার দক্ষিণে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

হামলাকারীদের সম্ভাব্য মাদক পাচারকারী অখ্যায়িত করে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের পাল্টা গুলিবর্ষণে অন্ততপক্ষে তিন হামলাকারী নিহত হয়েছেন।