বিদ্রোহী এলাকায় সিরীয় বাহিনীর জোর বিমান হামলা

সিরিয়ার সরকারি বাহিনী রাজধানী দামেস্কের উপকণ্ঠ দুমা ও এর আশেপাশের এলাকায় নাটকীয়ভাবে বিমান হামলা জোরদার করেছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2014, 02:16 PM
Updated : 22 Oct 2014, 02:16 PM

‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানিয়েছে, রোববার মধ্য রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত ৩৬ ঘন্টায় দুইশ’বারের বেশি বিমান হামলা করা হয়। বেশিরভাগ হামলাই বিদ্রোহী নিয়ন্ত্রাধীণ পশ্চিমাঞ্চলে চালানো হয়েছে।

হামালায় জনজীবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থাটি। তবে নির্দিষ্ট করে কোন সংখ্যা তারা জানাতে পারেনি।

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনী সিরিয়ায় ইসলামিক স্টেস (আইএস) জঙ্গিদের ওপর বিমান হামলা চালানোর মাঝেই সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বাহিনীও নাটকীয়ভাবে বিদ্রোহী এলাকাগুলোতে এ জোর বিমান হামলা শুরু করল।

বর্তমানে যৌথ বাহিনী তুরস্কের সীমান্তবর্তী সিরীয় শহর কোবানিতে বিমান হামলা চালাচ্ছে। আইএস জঙ্গিরা এই শহরটির অনেকাংশ দখল করে নিয়েছে। কুর্দি যোদ্ধারা আইএসকে রুখে দাঁড়ানোর প্রাণপন চেষ্টা করছে।