ব্রাজিলের নির্বাচনী জরিপে আরো এগিয়ে রৌসেফ

ব্রাজিলের ক্ষমতাসীন প্রেসিডেন্ট দিলমা রৌসেফ প্রেসিডেন্ট নির্বাচনের জরিপে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এয়িসিও নেভেসকে আরো পেছনে ফেলেছেন বলে সর্বশেষ জরিপের ফলাফলে দেখা গেছে।

>>রয়টার্স
Published : 22 Oct 2014, 09:05 AM
Updated : 22 Oct 2014, 09:05 AM

২৬ অক্টোবর রোববার অনুষ্ঠিতব্য দ্বিতীয় দফা নির্বাচনে তিনিই জয়ী হবেন বলে মনে করা হচ্ছে।

তবে এখনও দুই প্রতিদ্বন্দ্বীর জনপ্রিয়তার ব্যবধান হাড্ডাহাড্ডি লড়াইয়ের অভাস দিচ্ছে।

বুধবার প্রকাশিত ডাটাফোলহা জরিপ তিনদিনের মধ্যে চতুর্থবারের মতো নেভেসকে ছাড়িয়ে রৌসেফের এগিয়ে যাওয়ার তথ্য তুলে ধরলো।

গত সপ্তাহের নির্বাচনী জরিপগুলোতে অর্থবাজারের পছন্দের প্রার্থী নেভেসই এগিয়ে ছিলেন। তিনি ব্রাজিলের শ্লথগতির অর্থনীতি চাঙ্গা করার জন্য ব্যবসা-বান্ধব নীতি গ্রহণ করার প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন।

অর্থবাজারের বিরূপ অবস্থান সত্বেও আগামী দিনগুলোতে ব্রাজিলের অর্থনীতি এগিয়ে যাবেই বলে মনে করছেন ব্রাজিলের নাগরিকরা। জরিপে অন্ততপক্ষে তাই প্রতিফলিত হয়েছে।

ভোটারদের এ মনোভাব রৌসেফের পক্ষে যাবে বলেই মনে করছে জরিপকারী প্রতিষ্ঠান ডাটাফোলহা।
নতুন জরিপের ফলাফলে রৌসেফের পক্ষে সমর্থন ৪৭ শতাংশ দেখা গেছে। এর আগে সোমবার প্রকাশিত জরিপে সমর্থন ছিল ৪৬ শতাংশ।

নেভেসের সমর্থন ৪৩ শতাংশেই স্থির রয়েছে।