শিগগিরই আফ্রিকা পৌঁছাবে ইবোলার সিরাম

ইবোলা সংক্রমণ থেকে মুক্ত হওয়া রোগীদের রক্ত থেকে তৈরি সিরাম আগামী কয়েক সপ্তাহের মধ্যেই লাইবেরিয়ার রোগীদের কাছে পৌঁছে যাবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ।

নিউজ ডেস্ক>>বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2014, 04:40 AM
Updated : 22 Oct 2014, 07:35 AM

ইবোলা প্রাদুর্ভাবে আক্রান্ত দেশগুলোর মধ্যে লাইবেরিয়ার অবস্থাই সবচেয়ে ভয়াবহ।

পাশাপাশি আগামী জানুয়ারির মধ্যে ইবোলার টিকা ও ওষুধ পাওয়ার লক্ষ্যে দ্রুতগতিতে কাজ এগিয়ে চলছে বলে ডব্লিউএইচও’র ড. ম্যারি পাউলি কিয়েনির বরাত দিয়ে মঙ্গলবার রাতে জানিয়েছে বিবিসি।

ইবোলা প্রাদুর্ভাবে ইতোমধ্যে বিশ্বব্যাপী চার হাজার পাঁচশ’রও বেশি মানুষ মারা গেছেন। মৃতদের অধিকাংশই গিনি, লাইবেরিয়া ও সিয়েরা লিওনের বাসিন্দা।

ডব্লিউএইচও’র স্বাস্থ্য বিষয়ক সমস্যা ও মোকাবিলা বিষয়ক সহকারী পরিচালক ড. কিয়েনি বলেছেন, “সংক্রমিত রোগীদের চিকিৎসার জন্য নিরাপদে রক্তরস (প্লাজমা) সংগ্রহ করার জন্য তিনটি দেশে অংশীদারীর ভিত্তিতে কাজ শুরু হয়েছে। এর মধ্যে লাইবেরিয়ার অংশটি দ্রুতগতিতে অগ্রসর হচ্ছে।”

“আমরা আশা করছি, আগামী কয়েক সপ্তাহের মধ্যে রক্ত সংগ্রহ করে তা থেকে সিরাম আলাদা করে ব্যবহার উপযোগী করে তুলতে পারব।”

তবে ড. কিয়েনির আশা সত্বেও এই সিরাম কতোটা পাওয়া যাবে এবং যা পাওয়া যাবে তা দিয়ে চাহিদা মিটানো যাবে কি-না, তা নিয়ে সংশয় রয়ে গেছে।