বাগদাদে বোমা বিস্ফোরণে নিহত ২১

ইরাকের রাজধানী বাগদাদ জুড়ে কয়েকটি রেঁস্তোরায় ধারাবাহিক বোমা বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2014, 06:04 PM
Updated : 21 Oct 2014, 06:04 PM

পুলিশ এবং সংবাদ মাধ্যম জানায়, মঙ্গলবার বোমা বিস্ফোরণের ঘটনাগুলো ঘটে।

বাগদাদের উত্তরাঞ্চলের জেলা তালিবিয়ায় একটি রেঁস্তোরার সামনে একটি গাড়িবোমা এবং পার্কিংয়ের জায়গায় অরেকটি বোমা বিস্ফোরণে ১২ জন মারা যায়।

এছাড়া, নগরের শেখ ওমর এলাকার একটি রেঁস্তোরার কাছে বোমা বিস্ফোরণে দুই জন বেসামরিক লোক মারা যায়। অন্য দুইটি বোমা রাজধানীর দক্ষিণের দুইটি রেঁস্তোরার কাছে বিস্ফোরিত হয় যেখানে আরো প্রায় সাতজন প্রাণ হারায়।

গত কয়েক মাস ধরে বাগদাদে ব্যাপক হারে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটছে। বেশিরভাগ বিস্ফোরণের জন্য ইসলামিক স্টেট জঙ্গিদের দায়ী করা হচ্ছে। আইএস জঙ্গিরা ইরাক ও প্রতিবেশী দেশ সিরিয়ার অনেক এলাকা দখল করে নিয়েছে।