ইরানের বিশেষজ্ঞ পরিষদের প্রধানের মৃত্যু

হৃদরোগে আক্রান্ত হয়ে বেশ কয়েক মাস কোমায় থাকার পর ইরানের বিশেষজ্ঞ পরিষদের প্রধান আয়াতুল্লাহ মোহাম্মদ রেজা মাহদাভি কানি মারা গেছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2014, 02:57 PM
Updated : 21 Oct 2014, 02:57 PM

একমাত্র এই পরিষদই ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন ও বরখাস্ত করার ক্ষমতা রাখে। মাহদাভির মৃত্যু এ পরিষদের নেতৃত্বে একটি বড় ধরনের শূণ্যতা সৃষ্টি করেছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ৮৩ বছর বয়সী এই ধর্মীয় নেতার মৃত্যুর খবর জানিয়েছে।

ওদিকে, গত মাসে অস্ত্রোপচারের পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শারীরিক অবস্থায় এখন বিশেষ ভালো না।

এক্ষেত্রে যদি খামেনির শরীরিক অবস্থার তেমন কোনো পরিবর্তন হয় তবে তার উত্তরসূরি নির্বাচন করা দুরূহ হবে।

ইরানের সংবিধান অনুযায়ী, যদি সর্বোচ্চ নেতার মৃত্যু, পদত্যাগ বা বরখাস্ত হয় সেক্ষেত্রে বিশেষজ্ঞ পরিষদ ‘সম্ভাব্য সংক্ষিপ্ততম সময়ে একজন নতুন নেতা নিয়োগ দেয়।’

যদিও ১৯৭৯ সালে ইরানে ইলামিক অভ্যূত্থানের পর বিশেষজ্ঞ পরিষদকে কখনো কোনো নেতাকে বরখাস্ত করতে হয়নি। তবে ইরানের জটিল নেতা নির্বাচন প্রক্রিয়ায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।