সিরিয়ায় নজরদারি মিশনে ড্রোন পাঠাচ্ছে ব্রিটেন

সিরিয়ায় খুব শিগগিরই নজরদারি মিশনে সশস্ত্র চালক বিহীন বিমানসহ (ড্রোন) গোয়েন্দা বিমান পাঠানো হবে বলে জানিয়েছে যুক্তরাজ্য। ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহ করাই এর উদ্দেশ্য।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2014, 11:57 AM
Updated : 21 Oct 2014, 11:57 AM

তুরস্ক সোমবার ইরাকি কুর্দি যোদ্ধাদেরকে সীমান্ত পেরিয়ে সিরিয়ার কোবানি শহরে আইএস এর বিরুদ্ধে লড়তে দিতে রাজি থাকার কথা জানানোর পর ব্রিটেন মঙ্গলবার এ নজরদারি বিমান পাঠানোর ঘোষণা দিল।

ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফেলোন বলেছেন, রিপার ড্রোন এবং রিভেট জয়েন্ট নজরদারি বিমান সিরিয়ায় পাঠানো হবে। যুক্তরাজ্যের জন্য সিরিয়ায় হুমকি হয়ে ওঠা সন্ত্রাসীদের কাছ থেকে সুরক্ষার চেষ্টায় এ পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানান তিনি।

তবে পার্লামেন্টে লিখিত একটি বিবৃতিতে ফেলোন বলেন, রিপার ড্রোনের অস্ত্র সিরিয়ায় ব্যবহারের অনুমোদন থাকছে না। অস্ত্র ব্যবহার করতে হলে পার্লামেন্টের ভোটে তা পাস হতে হবে বলে জানান তিনি।