নাইজেরিয়াকে ইবোলামুক্ত দেশ ঘোষণা

নাইজেরিয়ায় ছয় সপ্তাহে নতুন করে কোনো ইবোলা সংক্রমণ না ঘটায় দেশটিকে আনুষ্ঠানিকভাবে ইবোলামুক্ত ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2014, 04:19 PM
Updated : 20 Oct 2014, 04:19 PM

সংস্থাটির প্রতিনিধি রুই গামা ভাজ নাইজেরিয়ার রাজধানী আবুজায় এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। ইবোলামুক্তিকে ‘এক বিস্ময়কর সফলতা’ বলে বর্ণনা করেন তিনি।

জুলাইয়ে এক লাইবেরিয়ান কূটনীতিকের ইবোলা আক্রান্ত হওয়ার মধ্য দিয়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী এ ভাইরাসটি থেকে দ্রুতই মুক্তির জন্য নাইজেরিয়া প্রশংসার দাবিদার হয়েছে।

“এতেই প্রমাণিত হয় ইবোলাকে রুখে দেয়া সম্ভব। তবে আমাদেরকে এটা মনে রাখতে হবে যে, আমরা কেবল একটি যুদ্ধ জয় করেছি। পুরো পশ্চিম আফ্রিকাকে ইবোলামুক্ত ঘোষণা করা গেলেই কেবল এ লড়াই শেষ হবে”, বলেন গামা।

ইবোলা সংক্রমণে পশ্চিম আফ্রিকাজুড়ে মারা গেছে ৪ হাজার ৫শ’ মানুষ। বেশির ভাগই মারা গেছে লাইবেরিয়া, গিনি এবং সিয়েরা লিওনে। এ দেশগুলোতে ইবোলা আক্রান্তদের ৭০ শতাংশই মারা গেছে।

ডব্লিউএইচও গত শুক্রবার সেনেগালকে আনুষ্ঠানিকভাবে ইবোলামুক্ত ঘোষণা করেছে।