জাপানে বাণিজ্য ও বিচারমন্ত্রীর পদত্যাগ

জাপানে রাজনৈতিক তহবিল অপব্যবহার কেলেঙ্কারিতে শিল্প ও বাণিজ্যমন্ত্রী ইউকো ওবুচির পদত্যাগের কয়েক ঘণ্টা পরই পদত্যাগ করেছেন বিচারমন্ত্রী মাৎসুশিমা। তার বিরুদ্ধে নির্বাচনী আইন ভঙ্গের অভিযোগ করেছে বিরোধীরা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2014, 12:26 PM
Updated : 20 Oct 2014, 12:26 PM

একসঙ্গে দুই মন্ত্রীর পদত্যাগ জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের জন্য একটি বড় ধরনের ধাক্কা বলেই মনে করা হচ্ছে।

রাজনৈতিক তহবিল অরাজনৈতিক কাজে অপব্যবহারের অভিযোগের মুখে সোমবার পদত্যাগ করেন বাণিজ্যমন্ত্রী ওবুচি। তার স্টাফরা প্রচারাভিযানের জন্য বরাদ্দ হাজার হাজার ডলারের তহবিলের অপব্যবহার করেছে বলে অভিযোগ ওঠে গত সপ্তাহেই।

সোমবার অ্যাবের সঙ্গে বৈঠকের সময় পদত্যাগপত্র দেন ওবুচি। তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী।ওবুচিকে জাপানের সম্ভাব্য প্রথম নারী প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছিল।

ওবুচি ব্যক্তিগতভাবে ভুল কোনোকিছু করার কথা অস্বীকার করেছেন। তবে বলেছেন, অর্থনীতিকে সচল রাখার স্বার্থে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

ওদিকে, জাপানের বিরোধীদল ডেমোক্রেটিক পার্টি বিচারমন্ত্রী মাৎসুশিমার বিরুদ্ধে অপরাধের অভিযোগ দাখিল করে নির্বাচনী আইন এবং রাজনৈতিক তহবিল ব্যবহারের নীতিমালা ভঙ্গের অভিযোগ তোলার পর তিনিও পদত্যাগের সিদ্ধান্ত জানান। জাপানের এনএইচকে পাবলিক টিভি ও অন্যান্য গণমাধ্যম একথা জানিয়েছে।