ইবোলামুক্ত হওয়ার পথে স্প্যানিশ নার্স

পশ্চিম আফ্রিকার বাইরে ইবোলা আক্রান্ত প্রথম ব্যক্তি স্প্যানিশ সেবিকার (নার্স) ইবোলা ভাইরাস পরীক্ষার ফল নেগেটিভ পাওয়া গেছে।

নিউজ ডেস্ক>>বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2014, 08:55 AM
Updated : 20 Oct 2014, 08:55 AM

রোববার সরকারি এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে বলে সোমবার জানিয়েছে বিবিসি।

তেরেসা রোমেরোর (৪৪) সর্বশেষ রক্ত পরীক্ষায় তার শরীরে ভাইরাসটির অস্তিত্ব ধরা পড়েনি। তিনি সংক্রমণ মুক্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

এর আগে ৬ অক্টোবরের পরীক্ষায় তার শরীরে ভাইরাসটির উপস্থিতি ধরা পড়েছিল।

চলতি মাসের প্রথম দিকে মাদ্রিদ হাসপাতালে পশ্চিম আফ্রিকা থেকে ফেরত আসা ইবোলা আক্রান্ত দু’জন মিশনারির সেবা করতে গিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছিলেন তিনি।

ইবোলায় ভুগে ওই দুই মিশনারি পরে মারা যান।

মিশনারিদের মধ্যে একজনের সেবা শেষে গ্লোভস পরা হাতে তিনি সম্ভবত মুখমণ্ডলে হাত দিয়েছিলেন, যা থেকে তিনি ভাইরাসটিতে সংক্রমিত হয়ে থাকতে পারেন বলে জানিয়েছেন মাদ্রিদ হাসপাতালের একজন চিকিৎসক।

তবে রোমেরো বলেছেন, তিনি রক্ষাকারী পোশাক খুলে ফেলার পর সম্ভবত সংক্রমণের শিকার হয়েছেন।

রোমেরোকে ইবোলামুক্ত ঘোষণা করার আগে দ্বিতীয়বার রক্ত পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। ওই পরীক্ষার ফলও নেগেটিভ হলে আনুষ্ঠানিকভাবে তাকে ইবোলামুক্ত ঘোষণা করা হবে।

মাদ্রিদের কার্লোস থ্রি হাসপাতালে চিকিৎসাধীন রোমেরোর শরীরে ইবোলা সংক্রমণ থেকে বেঁচে যাওয়া অপর একজনের দেহরস প্রবেশ করানো হয়েছিল। ওই দেহরসে ইবোলা প্রতিরোধী উপদান আছে বলে ধারণা চিকিৎসকদের।

ইবোলা প্রাদুর্ভাবে পশ্চিম আফ্রিকার লাইবেরিয়া, সিয়েরা লিওন ও গিনিতে ৪ হাজার ৫শ’রও বেশি মানুষ মৃত্যুবরণ করেছেন।