সীমান্তের কাছে দুই কোরিয়ার গুলিবিনিময়

উত্তর ও দক্ষিণ কোরিয়া সীমান্তের কাছে গুলিবিনিময় করেছে বলে জানিয়েছে গণমাধ্যম।

>> আইএএনএস/রয়টার্স
Published : 19 Oct 2014, 12:47 PM
Updated : 19 Oct 2014, 12:48 PM

গিওঙ্গি প্রদেশের পাজু শহরের কাছে সীমান্তে রোববার এ ঘটনা ঘটে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ বলেছে, উত্তরের সীমান্ত ফাঁড়ির কাছে দক্ষিণ কোরিয়া সতর্কতামূলক গুলি ছুড়ে। উত্তরের সেনারা পাজু শহরে সীমান্তরেখার কাছে পৌঁছলে এ গুলি ছোড়া হয়।

কিন্তু দক্ষিণের সতর্কতামূলক গুলিতে উত্তরের সেনারা পিছু না হটে পাল্টা গুলি চালায়।দুপক্ষে ১০ মিনিট এ গুলি বিনিময় চলে বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটিনি।

দুই কোরিয়ার মধ্যে সাম্প্রতিক সময়ে একের পর এক গোলা বিনিময়ের পর এটিই সর্বসাম্প্রতিক সংঘাতের ঘটনা।

এ মাসের শুরুর দিকে উত্তর কোরিয়ার একটি টহল জাহাজের সমুদ্র সীমা অদিক্রম করা নিয়ে দুপক্ষে গোলা বিনিময় হয়। তাছাড়া, সম্প্রতি দুই কোরিয়া স্থলসীমান্তেও গোলা বিনিময় করেছে।

দক্ষিণ কোরিয়ার আন্দোলনকর্মীরা উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের নিন্দা জানানো লিফলেট সম্বলিত বেলুন উড়ানোর পর স্থলসীমান্তে এ গোলা বিনিময় হয়।