তুমুল লড়াইয়ে প্রকম্পিত কোবানি

কুর্দি মিলিশিয়াদের সঙ্গে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের তুমুল লড়াইয়ে কেঁপে কেঁপে উঠছে সিরিয়ার সীমান্ত শহর কোবনি।

>>রয়টার্স
Published : 19 Oct 2014, 11:59 AM
Updated : 19 Oct 2014, 11:59 AM

কয়েকদিন ধরে চলমান লড়াই গতরাতে আরো জোরদার হয়েছে। কুর্দিদের ওপর মর্টার ও গাড়ি বোমা হামলা চালিয়েছে আইএস জঙ্গিরা। শহরটির কয়েক সূত্র এবং দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস রোববার একথা জানিয়েছে।

ইরাক এবং সিরিয়ার বিশাল এলাকা দখলকারী আইএস জঙ্গিরা শনিবার কোবানি শহরের কুর্দি এলাকায় ৪৪ টি মর্টার হামলা চালিয়েছে। রোববার তারা আরো ৪ টি মর্টার হামলা চালায়।

কোবানি শহরের দখল নিয়ে মাসব্যাপী লড়াই চলছে। এক সপ্তাহ আগে কুর্দিরা সতর্ক করে দিয়ে বলেছিল, দ্রুতই শহরটির পতন হবে। এরপর যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনী আইএস এর ওপর বিমান হামলা জোরদার করে। আইএস সিরিয়ার উত্তরাঞ্চলে তাদের অবস্থান সুসংহত করতে কোবানির দখল নেয়ার চেষ্টা চালাচ্ছে।

সম্প্রতি কোবানির চারপাশে আইএস এর ওপর হামলা জোরদার হয়েছে।কয়েকদিন ধরে সেখানে সবচেয়ে তুমুল লড়াই চলছে এবং আইএস কে তিন দিক থেকে আক্রমণ করা হচ্ছে বলে জানিয়েছেন ওই শহরের এক সাংবাদিক।

রোবার সকাল পর্যন্তও লড়াই থামেনি। আইএস এর গাড়িবোমা হামলা হচ্ছে কুর্দি অবস্থানগুলোতে।গতরাতে কোবানি জুড়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। রোবার সকালেও একই অবস্থা বিরাজ করছে বলে জানা গেছে।