নিকারাগুয়ায় প্রবল বৃষ্টিপাত, নিহত ২২

কয়েক দিনের ভারী বৃষ্টিপাতে নিকারাগুয়ায় ২২ ব্যক্তির মৃত্যু হয়েছে এবং ৩২ হাজার মানুষ গৃহহীন হয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Oct 2014, 03:42 AM
Updated : 19 Oct 2014, 03:42 AM

মৃতদের মধ্যে নয়জন রাজধানী মানাগুয়ায় দেয়াল চাপ পড়ে নিহত হয়েছেন বলে শনিবার গভীর রাতে জানিয়েছে বিবিসি।

মুষল ধারায় বৃষ্টিপাতের সময় দেয়ালটি হঠাৎ ধসে পড়লে এ দুর্ঘটনা ঘটে। বাকী ১৩ জন ভূমিধসসহ বৃষ্টিজনিত বিভিন্ন দুর্ঘটনায় নিহত হয়েছেন।

মানাগুয়ার বিভিন্ন অংশ থেকে ভূমিধসের ঝুঁকিতে থাকা পরিবারগুলোকে সরিয়ে নিয়েছে জরুরী বিভাগের কর্মীরা।

সরকারের মুখপাত্র রোজারিও মুরিল্লো বলেছেন, সেপ্টেম্বর থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিপাতে গৃহহীন লোকদের অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে।

মানাগুয়া থেকে সরিয়ে নেয়া পরিবারগুলোকেও ওই আশ্রয়কেন্দ্রে নেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

মুরিল্লো জানিয়েছেন, শহরের যে সব এলাকায় বন্যা ও ভূমিধসের আশঙ্কা আছে সেসব এলাকা থেকে সব পরিবারকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

তিনি বলেছেন, “এসব লোকজনকে সরিয়ে নিতে হবে এবং এসব এলাকা পুনর্দখল রোধ নিশ্চিত করতে আমরা পুলিশ ব্যবহার করবো।”

সংবাদাতারা জানিয়েছেন, সরকার দরিদ্র লোকজনকে যেখানে নিয়ে যেতে চাচ্ছে, তাদের কর্মস্থল ও শহর থেকে দূরে হওয়ায় তারা সেখানে যেতে চাচ্ছেন না এবং প্রায়ই ফিরে আসছেন।

প্রবল বৃষ্টিপাতে নিকারাগুয়ার প্রতিবেশী দেশ এল সালভাদর, হন্ডুরাস এবং গুয়াতেমালায়ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।