বোকো হারামের সঙ্গে চুক্তিতে গেলো নাইজেরিয়া

নাইজেরিয়ায় বোকো হারাম জঙ্গিদের হাত থেকে অপহৃত স্কুলছাত্রীদের ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে দেশটির সরকার।

>>রয়টার্স
Published : 18 Oct 2014, 03:48 PM
Updated : 18 Oct 2014, 03:50 PM

শনিবার সরকারের দুইজন শীর্ষ কর্মকর্তা গণমাধ্যমের কাছে বিষয়টি জানিয়েছেন। তবে জিম্মিদের কোথায় হাতবদল করা হবে সে ব্যাপারে কিছু জানাননি তারা।

নাইজেরিয়ার বিমান বাহিনীর প্রধান মার্শাল এলেক্স বাডেহ শুক্রবার জানান, বোকো হারামের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছে যার মাধ্যমে অপহৃত স্কুলছাত্রীদের ফিরিয়ে আনা সম্ভব হবে বলে তারা আশা করছেন।

গত এপ্রিলে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় চিবুক এলাকা থেকে প্রায় দুইশ’ স্কুলছাত্রীকে অপহরণ করেছিল বোকো হারাম।

নাইজেরিয়ায় ২০১৫ সালে অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে রাজধানী আবুজায় ক্ষমতাসীনদল আহূত সমাবেশের একদিন আগে অপহৃতদের উদ্ধার প্রচেষ্টার ঘোষণা আসলো।

ওই সমাবেশ থেকে বর্তমান প্রেসিডেন্ট গুডলাক জনাথন কিংবা ভাইস-প্রেসিডেন্ট নামাদি সেম্বুকে আগামী নির্বাচনের জন্য প্রার্থী হিসেবে ঘোষণা করা হতে পারে।

এদিকে ঘোষণার পর এনিয়ে আর বিস্তারিত জানাতে রাজি হয়নি সরকারি কর্তৃপক্ষ। বোকো হারাম পক্ষও এনিয়ে কোনো মন্তব্য করেনি।