‘সিরিয়ায় গৃহযুদ্ধে নিহতের সংখ্যা ২ লাখ’

২০১১ সালের মার্চ থেকে শুরু হওয়ার পর থেকে সিরিয়ার গৃহযুদ্ধে এ পর্যন্ত ২ লাখেরও বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।

>>আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Oct 2014, 07:21 AM
Updated : 18 Oct 2014, 07:58 AM

এ বিষয়ে শিগগিরই নতুন পরিসংখ্যান প্রকাশ করা হবে বলে বৃহস্পতিবার জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের নতুন কমিশনার জেয়িদ রাদ আল হুসেইন।

নতুন পরিসংখ্যানে নিহতের সংখ্যা “২ লাখ ছাড়িয়ে যাবে” বলে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছে তিনি।

তিনি আরো জানিয়েছেন, সিরিয়ার মতো ইসলামিক স্টেট’র (আইএস) দখল করে নেয়া ইরাকের উত্তরাঞ্চলের লড়াইয়ে নিহতের সংখ্যা সম্পর্কেও তথ্য সংগ্রহ করছে ইরাকে নিযুক্ত জাতিসংঘ মিশন।

আইএস’কে একটি ‘গণহত্যাকারী আন্দোলন’ বলে অভিহিত করেছেন আল হুসেইন।

তিনি বলেছেন, গোষ্ঠীটি সারা বিশ্ব থেকে লোক সংগ্রহ ও ‘ব্রেনওয়াশ’ করার জন্য ইন্টারনেট ও সামাজিক গণমাধ্যমগুলোকে ব্যবহার করছে।
জঙ্গি এই গোষ্ঠীটি ইরাক ও সিরিয়ায় সবচেয়ে জঘন্যভাবে মানবাধিকার লঙ্ঘণের অপরাধ করছে বলে অভিযোগ করেন হুসেইন।
তিনি বলেন, আইএস খুন, নির্যাতন ও ধর্ষণের মতো অপরাধ করছে। তাদের ন্যায়বিচারের সংজ্ঞা হল খুন করা।
সিরিয়া ও ইরাকে এসব বিষয় আন্তর্জাতিক অপরাধ আদালতের কাছে হস্তান্তর করার জন্য তিনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন। যাতে করে সেখানে যেসব নৃশংস ঘটনা ঘটছে আদালত তা তদন্ত করে দেখতে পারে।