ভারতে ‘নির্ভয়’ ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ

দেশীয় প্রযুক্তিতে তৈরি পারমাণবিক অস্ত্রবাহী ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘নির্ভয়’- এর সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে ভারত।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Oct 2014, 01:57 PM
Updated : 17 Oct 2014, 01:57 PM

ওড়িশার চাঁদিপুর থেকে শুক্রবার স্থানীয় সময় সকাল ১০ টা ৩ মিনিটে দূরপাল্লার এ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়।

পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এবং শব্দের চেয়ে কম গতির (সাবসনিক) এ ক্ষেপণাস্ত্র ১৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। বলেছেন, চাঁদিপুর ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রের অতিরিক্ত পরিচালক বিকে দাস।

এ নিয়ে দ্বিতীয়বার নির্ভয়ের পরীক্ষামূলক উৎক্ষেপণ করল ভারত। প্রথম উৎক্ষেপণটি হয়েছিল ২০১৩ সালের ১২ মার্চ। কিন্তু উৎক্ষেপণের কিছুক্ষণ পর মাঝ পথে লক্ষ্যভ্রষ্ট হয় নির্ভয়।

দাস জানান, শুক্রবার পরীক্ষামূলক উৎক্ষেপণের পর নির্ভয় ১ হাজার কিলোমিটারের বেশি দূরত্ব পাড়ি দিয়েছে।

এর আগে ভারত-রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি সুপারসনিক ক্ষেপণাস্ত্র ব্রাম্ম্ এর সফল পরীক্ষা চালিয়েছিল ভারতের সেনাবাহিনী।

কিন্তু দেশীয় প্রযুক্তিতে তৈরি নির্ভয় অন্য ক্ষেপণাস্ত্রগুলোর চেয়ে অনেকটাই আলাদা বলে দাবি ‘ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের’(ডিআরডিও)।নির্ভয় স্থল জল এবং আকাশ তিন জায়গা থেকেই উৎক্ষেপণ করা সম্ভব বলে জানিয়েছে তারা।