দক্ষিণ কোরিয়ায় কনসার্টে দুর্ঘটনায় নিহত ১৪

দক্ষিণ কোরিয়ায় একটি পপ সঙ্গীতানুষ্ঠানে দুর্ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিউজ ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Oct 2014, 12:49 PM
Updated : 17 Oct 2014, 01:25 PM

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, প্যাঙ্গিও টেকনো ভ্যালি কমপ্লেক্সে অনুষ্ঠান চলাকালে একটি ঘুলঘুলির গ্রিল ধসে পড়ে এ দুর্ঘটনা ঘটে। এতে কিছু দর্শকশ্রোতা অন্তত ২০ মিটার (৬৫ ফুট) নিচে পড়ে যান।

কোরিয়ার বিখ্যাত নারী পপ সঙ্গীত দল ‘ফোরমিনিট’ এর পরিবেশনা দেখতে কনসার্টস্থলে জড়ো হয়েছিল প্রায় ৭০০ দর্শকশ্রোতা।

মানুষের ভিড় ঠেলে আরো ভালভাবে কনসার্ট দেখার চেষ্টায় ভবনটিতে বাতাস আসা যাওয়ার জন্য নির্মিত ঘুলঘুলির গ্রিল বেয়ে উঠেছিলেন ২০ থেকে ৩০ জন মানুষ। অতিরিক্ত ওজনের কারণে গ্রিলটি ভেঙে তারা নিচে পড়ে যায়।

উদ্ধারকর্মীরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হন। জীবত উদ্ধারদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর।