ইবোলায় মৃতের সংখ্যা ৪,০০০ ছাড়িয়েছে : ডব্লিউএইচও

ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা চার হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Oct 2014, 05:32 AM
Updated : 11 Oct 2014, 05:39 AM

সর্বশেষ পরিসংখ্যানে মারাত্মক ইবোলা প্রাদুর্ভাবে আক্রান্ত পশ্চিম আফ্রিকার দেশ গিনি, লাইবেরিয়া ও সিয়েরা লিওনে নিশ্চিত ও অনুমিত মৃতের সংখ্যা ৪,০২৪ জনে এসে দাঁড়িয়েছে।

এদের মধ্যে সবচেয়ে বেশি ইবোলা আক্রান্ত দেশ লাইবেরিয়ায় মারা গেছেন ২,৩১৬ জন।

মারাত্মক এই ভাইরাস জ্বরটিতে আক্রান্ত হয়ে নাইজেরিয়ায় আটজন ও যুক্তরাষ্ট্রে এক জন মারা গেছেন।

বিশ্বব্যাপী রোগটিতে ৮,৩৯৯ জন আক্রান্ত হয়েছেন বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে শুক্রবার জানিয়েছে বিবিসি।

এদিকে, ইবোলা প্রাদুর্ভাবের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রেসিডেন্টকে অতিরিক্ত ক্ষমতা দিতে অস্বীকার করেছে লাইবেরীয় পার্লামেন্টের সদস্যরা।

দেশটির প্রেসিডেন্ট ইলেন জনসন সের্লিফ ইতোমধ্যেই পরিস্থিতি মোকাবিলায় দেশে জরুরী অবস্থা জারি করেছেন, এতে দেশের যে কোনো স্থানকে ‘বিচ্ছিন্ন’ ঘোষণা করার ক্ষমতা পেয়েছে তিনি।

প্রেসিডেন্ট এর চেয়ে বেশি ক্ষমতা পেলে লাইবেরিয়া একটি “পুলিশি রাষ্ট্রে” পরিণত হবে বলে সতর্ক করেছেন পার্লামেন্টের সদস্য ভোফাল চেম্বার্স।

জাতিসংঘ জানিয়েছে, পশ্চিম আফ্রিকায় কর্মরত ছিলেন এমন ২৩৩ জন স্বাস্থ্যকর্মী ইবোলায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

ওদিকে, লাইবেরিয়া থেকে ফেরত আসা এক ইবোলা রোগীর সেবা দিতে গিয়ে স্পেনে একজন সেবিকা ইবোলায় আক্রান্ত হয়েছেন।