‘ফুসফুস ক্যান্সার সুপ্ত থাকতে পারে ২০ বছর’

ফুসফুস ক্যান্সার প্রাণঘাতীরূপে ধরা পড়ার ২০ বছরেরও বেশি সময় আগেই সুপ্তাবস্থায় মানবদেহে থেকে যেতে পারে।

>> আইএএনএসবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Oct 2014, 08:54 AM
Updated : 26 May 2015, 11:33 AM

গবেষণার সূত্র ধরে যুক্তরাষ্ট্রের একটি বিজ্ঞান সাময়িকীতে এমন আভাসই দিয়েছেন গবেষকরা।

যুক্তরাজ্যের ক্যান্সার রিসার্চের গবেষকদের নেতৃত্বে এই গবেষণা পরিচালিত হয়।

ফুসফুস ক্যান্সারের সাত ধরনের রোগীকে পরীক্ষা করে এই সিদ্ধান্ত জানান গবেষকরা। রোগীদের মধ্যে ধূমপায়ী, সাবেক ধূমপায়ী এবং কখনোই ধূমপান করেননি এমন ব্যক্তিরাও ছিলেন।

পরীক্ষা করে দেখা গেছে, জিনগত ত্রুটির কারণে এই ক্যান্সার হয়ে থাকে। আর সেটি অনেক বছর ধরেই সুপ্তাবস্থায় থাকতে পারে। এ অবস্থায় নতুন কোন ভুল বা ত্রুটির কারণে এটি প্রকাশিত হয় এবং আগ্রাসীরূপ নিয়ে হাজির হয়।

গবেষকরা আশা প্রকাশ করেন, তাদের এই গবেষণার ফলে প্রাথমিক পর্যায়েই এই রোগ সনাক্ত করা সম্ভব হবে।

বর্তমানে এই ক্যান্সার এমন পর্যায়ে এসে ধরা পড়ে যখন আরোগ্যের সম্ভাবনা থাকে খুব সামান্যই।