জাপানে অগ্ন্যুৎপাতে মৃতের সংখ্যা ৪৭

জাপানের ওনটেক আগ্নেয়গিরি থেকে আরো মৃতদেহ খুঁজে পেয়েছেন উদ্ধারকারীরা। এতে অগ্ন্যুৎপাতে নিহতের সংখ্যা ৪৭ জনে এসে দাঁড়িয়েছে।

নিউজ ডেস্ক>>বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Oct 2014, 09:44 AM
Updated : 2 Oct 2014, 09:44 AM

শনিবার হঠাৎ করে ওই আগ্নেয়গিরিটিতে অগ্ন্যুৎপাত হলে অনেক পর্বতারোহী দূর্যোগকবলিত হন।

বৃহস্পতিবার বিবিসি জানিয়েছে, বিষাক্ত গ্যাসের ভয় ও পরবর্তী উদগিরণের আশঙ্কা থাকলেও উদ্ধার তৎপরতা আবার শুরু করা হয়েছে।

শেষ পর্যন্ত কতোজন নিখোঁজ রয়েছেন তার সঠিক সংখ্যা জানা না গেলেও ঘটনার সময় কয়েকশ’ পর্বতারোহী গিরি শিখরে ছিলেন বলে জানা গেছে। অগ্ন্যুপাতের সময় পড়ন্ত বস্তুর আঘাতেও বহু মানুষ আহত হয়েছেন।

ওই ঘটনার পর থেকে ধারাবাহিকভাবে আগ্নেগিরিটির কম্পন লক্ষ করা গেছে এবং গিরিটি থেকে নিয়মিতভাবে ধোঁয়া বের হচ্ছে।

এর আগে পুলিশ নিহতের সংখ্যা ৪৮ জন বলে জানালেও পরে একজন কমিয়ে ৪৭ জন বলে নিশ্চিত করে।

নিহত পর্বতারোহীদের অধিকাংশের মৃতদেহ বুধবার গিরি শিখরের কাছে পাওয়া গেছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। নিহতদের মৃতদেহগুলো পর্বত শিখরের উপর থেকে হেলিকপ্টারে করে নামিয়ে আনা হচ্ছে।

প্রায় এক হাজার সেনা, পুলিশ ও দমকলকর্মী উদ্ধারকাজে অংশ নিচ্ছেন। নিহত ও নিখোঁজ ব্যক্তিদের স্বজনেরা নিকটবর্তী শহর কিসো’র একটি টাউন হলে অপেক্ষা করছেন।

অগ্ন্যুৎপাত অব্যাহত আছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। শনিবারের এই অগ্ন্যুপাতের ঘটনা জাপানের ৯০ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ উদগিরণ বিপর্যয়।