ইউক্রেইনে স্কুলে গোলায় নিহত ১০

ইউক্রেইনে শান্তি উদ্যোগের মধ্যেই বিদ্রোহী অধ্যুষিত একটি শহরের স্কুলে গোলার আঘাতে অন্তত ১০ জন নিহত হয়েছে।

>>রয়টার্স
Published : 1 Oct 2014, 03:14 PM
Updated : 1 Oct 2014, 03:14 PM

বুধবার অকস্মাৎ দোনেস্কের ৫৭ নম্বর স্কুলের খেলার মাঠে কামানের গোলা আঘাত হনে বলে প্রত্যক্ষদর্শী ও অভিভাবকরা জানান।

নিহতদের মধ্যে একজন জীববিজ্ঞানের শিক্ষক ও স্কুলছাত্রদের অভিভাবক রয়েছে বলে ঘটনাস্থল থেকে রয়টার্স প্রতিবেদক জানিয়েছেন।

হামলায় অন্তত নয়জন আহত হয়েছে, যাদের মধ্যে ৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।

অবশ্য কোনো শিক্ষার্থী ওই হামলার শিকার হয়নি বলে জানা গেছে। নতুন করে প্রাণহানি ঘটা ওই শহরটি রুশপন্থি বিদ্রোহী অধ্যুষিত।

বিদ্রোহীরাই হামলা চালিয়েছে বলে শহরের সরকারি কর্তৃপক্ষ জানিয়েছে। তবে বিচ্ছিন্নতাবাদীরা এ ঘটনার জন্য শহরের কিয়েভপন্থি কর্তৃপক্ষকে দায়ী করেছে।

বুধবারের ওই হামলার মধ্য দিয়ে পূর্ব ইউক্রেইনে বিদ্যমান ভঙ্গুর একটি যুদ্ধবিরতি চুক্তির ব্যাত্যয় ঘটল।

গত ছয়মাস ধরে ওই অঞ্চলে রুশপন্থি বিদ্রোহী ও সরকারি সেনাদের মধ্যে অব্যাহত লড়াইয়ে সাড়ে তিন হাজারেরও বেশি মানুষ নিহত হয়।