‘বৃদ্ধদের জন্য সেরা নরওয়ে’

বৃদ্ধদের বসবাসের জন্য বিশ্বের ৯৬টি দেশের মধ্যে সবচেয়ে সেরা নরওয়ে। বিপরীতে সবচেয়ে বাজে অবস্থানে রয়েছে আফগানিস্তান।

নিউজ ডেস্ক>>বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Oct 2014, 08:34 AM
Updated : 1 Oct 2014, 08:34 AM

জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে প্রকাশিত একটি সূচকের বরাত দিয়ে মঙ্গলবার এ খবর জানিয়েছে বিবিসি।

ওই সব দেশের ৬০ বছরের বেশি বয়সীদের জীবনযাত্রা তথা সামাজিক ও অর্থনৈতিক সেবা কার্যক্রম পর্যালোচনা করে সূচকটি তৈরি করেছে বেসরকারি আন্তর্জাতিক সংস্থা হেল্পএইজ ইন্টারন্যাশনাল।

গ্লোবাল এইজওয়াচ সূচক নামে প্রকাশিত এই প্রতিবেদনে ২০৫০ সাল নাগাদ বিশ্বে জনসংখ্যার ২১ শতাংশ ৬০ বছরের ঊর্ধ্বে হবে বলে অনুমান করা হয়েছে।

সূচকে চারটি বিষয় বিবেচনা করা হয়েছে। এগুলো হল, আয়ের নিরাপত্তা, স্বাস্থ্য, ব্যক্তিগত সামর্থ্য এবং ব্যক্তি “সম্মানিক নৈতিক ক্ষমতার পরিবেশে” বসবাস করছে কিনা।

সূচকে নরওয়ের পরেই আছে সুইডেন। এরপর খুব কাছাকাছি আছে সুইজারল্যান্ড, কানাডা ও জার্মানি।

তালিকায় অস্ট্রেলিয়া, পশ্চিম ইউরোপ ও উত্তর আমেরিকার দেশগুলো উপরের দিকে অবস্থান করছে।

তালিকায় সবচেয়ে নিচে রয়েছে এশিয়ার দেশ আফগানিস্তান।