আফগান সেনাবাসে আত্মঘাতী হামলায় নিহত ৭

আফগানিস্তানের রাজধানী কাবুলে সেনা বহনকারী বাসে তালেবান আত্মঘাতীদের পৃথক দুটি হামলায় অন্ততপক্ষে ৭ জন নিহত হয়েছেন।

>>রয়টার্স
Published : 1 Oct 2014, 07:38 AM
Updated : 1 Oct 2014, 07:38 AM

বুধবার কাবুলের পূর্ব ও পশ্চিমাংশে চালানো এই দুই হামলায় আরো ১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা।

এক বিবৃতিতে দেশটির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী আইয়ুব সালানঘি বলেছেন, “আফগান সেনা সদস্যদের বহনকারী সেনাবাহিনীর একটি বাস ও অপর একটি গাড়ি দুটি আত্মঘাতী বোমা হামলার শিকার হয়েছে।”

হামলা দুটির মধ্যে শহরের পশ্চিমাংশে কাবুল বিশ্ববিদ্যালয়ের কাছের হামলাটি ছিল বেশি প্রাণঘাতী। বোমা বিস্ফোরণে সেনাবাসটি ধ্বংস হয়ে যায় এবং আশপাশের দোকানপাটের জানালা-কপাট উড়ে যায়।

হামলায় অন্ততপক্ষে ৭ জন মৃত্যুবরণ করেছেন বলে বিবৃতিতে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ট্যুইটারে ইংরেজিতে দেয়া বিবৃতিসহ কয়েকটি বিবৃতিতে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ হামলার দায়িত্ব স্বীকার করেছেন।
আফগানিস্তানের নতুন সরকার নেটো ও যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা চুক্তি সই করার একদিন পরই হামলা দুটি চালানো হল।
নতুন প্রেসিডেন্ট আশরাফ গনির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ওই চুক্তি মোতাবেক চলতি বছর শেষ হওয়ার পরও দেশটিতে বিদেশি সেনা থেকে যাবে।
এরআগে ২০১৪ সাল শেষে হওয়ার আগেই দেশটি থেকে সব বিদেশি সেনা প্রত্যাহার করার কথা ছিল।
বিবৃতিতে এই চুক্তির জন্য গনি ও তার সরকারের সমালোচনা করেছে তালেবান। বিদেশি সেনা রাখার মাধ্যমে “ভাঁড় সরকার” আফগানিস্তানের দীর্ঘমেয়াদি স্বার্থ জলাঞ্জলি দিচ্ছে বলে অভিযোগ করেছে তারা।
ওই নিরাপত্তা চুক্তি অনুযায়ী চলতি বছর শেষ হওয়ার পর আফগানিস্তানে ১২ হাজার বিদেশি সেনা রয়ে যাবে, এদের মধ্যে যুক্তরাষ্ট্রের সেনা থাকবে প্রায় দুই হাজার।