ক্যালিফোর্নিয়ায় গুলিতে মেয়র নিহত

ক্যালিফোর্নিয়ার বেল গার্ডেনের মেয়র ড্যানিয়েল ক্রেসপো নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক>>বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Oct 2014, 03:18 AM
Updated : 1 Oct 2014, 03:18 AM

বিবিসি বলছে, এ ঘটনায় তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, স্ত্রীর গুলিতেই ক্রেসপো নিহত হয়েছেন।

তাকে বেশ কয়েকদফা গুলি করা হয়। হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফের ডেপুটি ক্রিস্টাল হামানদেজ জানান, মেয়র ড্যানিয়েল ক্রেসপো (৪৫) তার স্ত্রী লেভেত্তে ক্রেসপোর সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন।

ক্রেসপো ও লেভেত্তে ১৯৮৬ সালে বিয়ে করেন।

ক্রেসপো লস অ্যাঞ্জেলেসের শহরতলী বেল গার্ডেনের মেয়র এবং এক দশকেরও বেশি সময় ধরে সিটি কাউন্সিলের সদস্য।

২০০১ সালে তিনি প্রথম সিটি কাউন্সিলের সদস্য নির্বার্চিত হন।

এই কাউন্সিলের মেয়র পদের দায়িত্ব পর্যায়ক্রমে সব সদস্যই পালন করেন।