কাতালোনিয়ার গণভোটে আদালতের নিষেধাজ্ঞা

স্বাধীনতা প্রশ্নে কাতালোনিয়ার গণভোট অনুষ্ঠান স্থগিত করেছে স্পেনের সাংবিধানিক আদালত।

নিউজ ডেস্ক>>বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Sept 2014, 05:49 AM
Updated : 30 Sept 2014, 05:49 AM

আদালত জানিয়েছে, অঞ্চলটি আসন্ন ৯ নভেম্বর গণভোট অনুষ্ঠানের যে পরিকল্পনা গ্রহণ করেছে তা দেশের সংবিধানের লঙ্ঘণ কিনা এ ব্যাপারে আলোচনা প্রয়োজন।

স্পেনের কেন্দ্রীয় সরকারের অনুরোধে সাংবিধানিক আদালত এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করল।

কাতালোনিয়ার আঞ্চলিক প্রেসিডেন্ট স্বাধীনতার প্রশ্নে গণভোট আয়োজনের আহ্বান জানিয়ে শনিবার একটি ডিক্রিতে সই করেন। আর এরপরই আদালতের এই নিষেধাজ্ঞা জারি হয়।

স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় সাংবাদিকদের বলেন, “স্পেনের সংবিধানের সঙ্গে এই ভোট সংগতিপূর্ণ নয়।”

তিনি আরো বলেন, “স্পেনকে ভাঙার ব্যাপারে কোনকিছুই মেনে নেয়া হবে না।”

মন্ত্রিসভার একটি জরুরি বৈঠক শেষে টেলিভিশনে দেয়া ভাষণে রাজয় এসব কথা বলেন।

সম্প্রতি বার্সেলোনায় লাখো কাতালান তাদের ভোটাধিকারের দাবিতে প্রতিবাদ জানিয়েছেন।

স্পেনের এল পাইস সংবাদপত্র সম্প্রতি এক জরিপের ফলাফল প্রকাশ করেছে।

তাতে দেখা যাচ্ছে, ৪৫ শতাংশ কাতালান সাংবিধানিক আদালত যদি গণভোটকে অবৈধ ঘোষণা করে তবে তা স্থহিত করে দেয়ার পক্ষে।

মাত্র ২৩ শতাংশ কাতালান কোন বাধা ছাড়াই গণভোট অনুষ্ঠানের পক্ষে নিজেদের অবস্থান ব্যক্ত করেছেন।

যুক্তরাজ্য থেকে স্কটল্যান্ডের স্বাধীনতা প্রশ্নে আয়োজিত গণভোটের বিষয়টি কাতালানদেরও স্বাধীনতার বিষয়টিকে সামনে নিয়ে আসে।

আর এ কারণে কাতালোনিয়া অঞ্চলের প্রেসিডেন্টকে গণভোটের মধ্যদিয়ে বিষয়টি নিষ্পত্তি করার অনুমোদন দেয় কাতালোনিয়ার পার্লামেন্ট।

কিন্তু স্পেনের কেন্দ্রীয় সরকার এই অনুমোদনের বিরোধিতা করে এবং তারা বিষয়টি সাংবিধানিক আদালতে নিয়ে যায়।

১৯ সেপ্টেম্বর কাতালোনিয়ার স্বাধীনতা বিষয়ে গণভোট করার পক্ষে পার্লামেন্টের ১০৬ জন সদস্য ভোট দেন। আর তা প্রত্যাখ্যান করে ভোট দেন ২৮ জন।

যুক্তরাজ্য থেকে বেরিয়ে স্বাধীনরাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করার লক্ষ্যে আয়োজিত স্কটল্যান্ডের গণভোটে স্কটিস জনগণ অবশ্য যুক্তরাজ্যের সঙ্গে থাকার পক্ষেই মতামত দিয়েছে।

প্রসঙ্গত, স্পেনের সুদূর উত্তর-পূর্বাংশে অবস্থিত কাতালোনিয়া দেশটির অন্যতম ধনী ও শিল্পোন্নত অঞ্চল। তাদের ভাষা ও সংস্কৃতিও স্পেনের অন্যান্য অঞ্চল থেকে আলাদা।

পার্লামেন্টের সিদ্ধান্ত অনুসারে কাতালোনিয়ার প্রেসিডেন্ট আর্থার ম্যাস স্বাধীনতা প্রশ্নে স্কটল্যান্ডের মতো করেই চলতি বছরের ৯ নভেম্বর এক গণভোটের আয়োজনের পরিকল্পনা করেছিলেন।