বিদ্রোহী হামলায় ৭ ইউক্রেইনীয় সেনা নিহত

অস্ত্রবিরতি চলার পরও ইউক্রেইনীয় সরকারি বাহিনীর সাঁজোয়া যানে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের গোলাবর্ষণে ৭ সেনা নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক>>বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Sept 2014, 04:43 AM
Updated : 30 Sept 2014, 04:43 AM

পূর্ব ইউক্রেইনের দোনেৎস্ক বিমানবন্দরে এ ঘটনা ঘটেছে বলে সোমবার জানিয়েছেন ইউক্রেইনীয় সেনাবাহিনীর একজন মুখপাত্র।

এ ঘটনা ইউক্রেইনের নড়বড়ে অস্ত্রবিরতিকে বড় ধরনের হুমকির মুখে ফেলে দিল।

৫ সেপ্টেম্বর থেকে অস্ত্রবিরতি শুরু হওয়ার পর থেকে ইউক্রেইনীয় সেনাদের সবচেয়ে বড় প্রাণহানীর ঘটনা এটি।

বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে লড়াইয়ের সবচেয়ে বাজে পর্বটি পার হয়েছে বলে গত সপ্তাহে মন্তব্য করেছিলেন ইউক্রেইনীয় প্রেসিডেন্ট পেত্রো পোরোশেনকো, এ ঘটনা তার ওই মন্তব্যকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে।

সেনা মুখপাত্র অ্যান্দ্রে লাইসেনকো জানিয়েছেন, রোববার রাতে দোনেৎস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে বিচ্ছিন্নতাবাদীদের নিক্ষিপ্ত ট্যাঙ্কের গোলা বড় একটি সাঁজোয়া যানে আঘাত করলে এ ঘটনা ঘটে।

বিমানবন্দরটি সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, “একটি ট্যাঙ্কের গোলা সরাসরি সাঁজোয়া বহর ও এতে থাকা ক্রু ও প্যারাট্রুপার ইউনিটকে আঘাত করে। এতে দু্ই পক্ষের মধ্যে তীব্র লড়াই শুরু হয়ে যায়। আমাদের প্যারাট্রুপাররা নিহত হয়েছেন।”

৭ সেনা নিহত হয়েছেন বলে আলাদাভাবে তিনি বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন। এ নিয়ে ২৪ ঘন্টায় মোট ৯ ইউক্রেইনীয় সেনা নিহত ও ২৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।

লড়াই শুরু হওয়ার আগে ১০ লাখ অধিবাসী অধ্যুষিত দোনেৎস্ক শহরটি বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে।