ইউক্রেইনে লেনিনের মূর্তি ভাঙচুর

ইউক্রেইনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে রুশ বিপ্লবের নেতা ভ্লাদিমির ইলিচ লেনিনের মূর্তি ভেঙে গুড়িয়ে দিয়েছে দেশটির জাতীয়তাবাদীরা।

নিউজ ডেস্ক>>বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Sept 2014, 06:05 AM
Updated : 29 Sept 2014, 06:32 AM

বিবিসি জানিযেছে, রোববার রাতের এই ঘটনায় জাতীয়তাবাদীদের সহায়তা করেছে খারকিভের কর্মকর্তারা।

উঁচু ভিত্তির ওপর স্থাপিত বিশাল মূর্তিটি ভূপাতিত হলে উপস্থিত জাতীয়তাবাদী জনতা উল্লাস প্রকাশ করে।

ফেব্রুয়ারিতে ইউক্রেইনের সাবেক প্রেসিডেন্ট ভিক্তর ইয়ানুকোভিচ ক্ষমতাচ্যুত হওয়ার পর খারকিভের রুশপন্থী বিক্ষোভকারীরা মূর্তিটি রক্ষা করেছিল। শহরটির অধিকাংশ বাসিন্দাই রুশভাষী।

ঘটনার রাতে “খারকিব উইক্রেইনের” ব্যানার সম্বলিত একটি মিছিল লেনিনের মূর্তিটির নীচে এসে জড়ো হয়ে এর ওপর চড়াও হয়। এ সময় খারকিভ অঞ্চলের গভর্নর ইগর বালুতা মূর্তিটি অপসারণের একটি আদেশে সই করেন।

এই আদেশটি শেষ মূহুর্তে মুখ রক্ষার জন্য করা হয়েছে বলে কয়েকজন সংবাদ প্রতিনিধি জানিয়েছেন।

ইউক্রেইনের স্বরাষ্ট্রমন্ত্রী আর্সেন আভাকভ ফেইসবুকে লিখেছেন, তিনি জনগণের নিরাপত্তা রক্ষার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন, “কোনো আদর্শকে নয়”।

তবে ই্উক্রেইনের গণমাধ্যমগুলো জানিয়েছে, “অরাজকতার” অভিযোগে পুলিশ একটি তদন্ত শুরু করেছে।

মূর্তিটি ভূপাতিত হয়ে ভেঙে যাওয়ার সময় একটি বিক্ষোভকারী মাথায় আঘাত পেয়ে আহত হয়েছেন বলে জানা গেছে।

পূ্র্ব ইউক্রেইনের অংশ হলেও দোনেৎস্ক ও লুহানস্ক কেন্দ্রিক রুশপন্থী বিদ্রোহী লড়াই থেকে রক্ষা পেয়েছে খারকিভ।