বিমান হামলার বিরুদ্ধে হুমকি আল-নুসরার

ইসলামিক স্টেট (আইএস) এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিমান হামলাকে ‘ইসলামের বিরুদ্ধে যুদ্ধ’ বলে নিন্দা করে পশ্চিমা ও আরব দেশগুলোকে হামলার লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছে সিরিয়ার জঙ্গি দল আল-নুসরা ফ্রন্ট।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Sept 2014, 04:20 PM
Updated : 28 Sept 2014, 04:20 PM

অনলাইনে প্রকাশিত এক বিবৃতিতে বিশ্বব্যাপী জিহাদিদেরকে এ অভিযানে নামার ডাক দেয় আল-কায়দা সংশ্লিষ্ট এ দলটি।

যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশগুলো ইরাক এবং সিরিয়ায় আইএস এর ওপর হামলা জোরদার করার প্রেক্ষাপটে এ হুমকি দিল দলটি।

ইরাকের উত্তরাঞ্চল এবং সিরিয়ার উত্তরপূর্বের বিশাল এলাকা দখল করে নেয়া আইএস জঙ্গিদেরকে ধ্বংস করে দিতে আরব রাষ্ট্রগুলোসহ প্রায় ৪০ টি দেশ যোগ দিয়েছে মার্কিন-নেতৃত্বাধীন জোটে।

শনিবার আল নুসরার মুখপাত্র আবু ফিরাস আল সুরি আন্তর্জাতিক জোটের এ দেশগুলোকে হুমকি দেন। তিনি বলেন, “এ রাষ্ট্রগুলো ভয়াবহ কর্মকাণ্ড চালাচ্ছে। এতে করে সারা বিশ্বে তারা জিহাদিদের হামলার তালিকায় থাকবে”।

“এ যুদ্ধ আল-নুসরার বিরুদ্ধে নয়, এ যুদ্ধ ইসলামের বিরুদ্ধে”, বলেন সুরি।