ইরাকে বিমান হামলায় যোগ দিচ্ছে যুক্তরাজ্য

ইরাকে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের বিরুদ্ধে বিমান হামলা অনুমোদন করেছে যুক্তরাজ্যের পার্লামেন্ট।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Sept 2014, 03:31 PM
Updated : 28 Sept 2014, 03:31 PM

এতে করে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক অভিযানে ব্রিটিশ রাজকীয় বাহিনীর যোগ দেয়ার পথ সুগম হয়েছে।

পার্লামেন্টে ৫২৪-৪৩ ভোটে অনুমোদন হয় ইরাকে হামলার প্রস্তাব। ২০১১ সালে লিবিয়ার বিদ্রোহীদের পক্ষ থেকে শাসক মুয়াম্মার গাদ্দাফিকে উৎখাতে বিমান হামলা চালানোর পর এই প্রথম আবার সামরিক অভিযানে যাচ্ছে এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটে যোগ দিচ্ছে যুক্তরাজ্য।

আইএস এর বিরুদ্ধে হামলায় আরব রাষ্ট্রগুলো যুক্তরাষ্ট্রের ডাকে চটজলদি সাড়া দিলেও ওয়াশিংটনের ঐতিহ্যবাহী মিত্রদেশগুলো এ অভিযানে সাড়া দিতে দেরী করছে।

ফ্রান্সই প্রথম ইউরোপীয় দেশ হিসাবে ইরাকে আইএস বিরোধী বিমান হামলা চালিয়েছে। তবে গত সোমবার থেকে অস্ট্রেলিয়া, বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং ডেনমার্কও জঙ্গিবিমান পাঠাবে বলে ঘোষণা দিয়েছে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এ হামলার ব্যাপারে বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থন পেতে সতর্ক পদক্ষেপ নেন।

ইরাক ও সিরিয়ার ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাজ্যের সেনাবাহিনীর অংশে নেয়ার ‘যুক্তিসঙ্গত কারণ, রয়েছে বলেই পার্লামেন্টকে জানান তিনি।

ভোটে জিতার কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাজ্যের সেনাবাহিনীর একটি ছোট দলকে ইরাকে পাঠানো হবে বলে জানিয়েছিল প্রধানমন্ত্রীর কার্যালয়। তবে ওই সেনারা সম্মুখ যুদ্ধে অংশ নেবে না বলেও জানানো হয়।