‘ইহুদি কিশোরদের হত্যাকারীরা নিহত’

চলতি বছরের জুনে ফিলিস্তিনের সন্দেহভাজন যে দুইব্যক্তি তিন ইহুদি কিশোরকে অপহরণের পর হত্যা করেছিল বলে ধারণা করা হয় তারা নিহত হয়েছেন।

>> আইএএনএসবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Sept 2014, 10:06 AM
Updated : 23 Sept 2014, 10:06 AM

মঙ্গলবার পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের সঙ্গে গোলাগুলিতে তারা নিহত হন বলে দেশটির সেনাবাহিনী জানিয়েছে।

গোয়েন্দাসূত্রের তথ্য অনুযায়ী ইসলায়েলি সেনা ও পুলিশ হেবরনের একটি ভবন ঘিরে ফেলে। সেখানেই মারওয়ান কাশেম এবং আমের আবু আয়শা অবস্থান করছিলেন। তারা দুজনেই ইসলামপন্থি রাজনৈতিক গোষ্ঠী হামাসের সঙ্গে জড়িত।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছেন, সন্দেহভাজনরা অ্যাসল্ট রাইফেল দিয়ে ঘিরে থাকা নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ করে গুলি ছুঁড়তে শুরু করে। পাল্টা হামলায় তারা নিহত হন।

এই দুই সন্দেহভাজনকে ধরতে ৩ মাস ধরে চেষ্টা করে যাচ্ছিল ইসরায়েলি কর্তৃপক্ষ।

ইসলায়েলি সংবাদমাধ্যমকে হামাস নিশ্চিত করেছে, তাদের দুজন সদস্য হেবরনে নিহত হয়েছেন।

ইহুদি ওই তিন কিশোরের হত্যাকাণ্ডের জের ধরেই ফিলিস্তিনে ৫০ দিনব্যাপী হামলা চালায় ইসরায়েল।

এই হামলা-পাল্টা হামলার ঘটনায় দুই সহস্রাধিক মানুষের মৃত্যু হয়।

গাজার মেডিক্যালসূত্র জানিয়েছে, ইসরায়েলের এই হামলায় ২১০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই সাধারণ মানুষ।

অপরদিকে ইসরায়েলের পক্ষে নিহত হয়েছে ৬৭ জন সেনা ও ৬ জন বেসামরিক মানুষ।