আলজেরিয়ায় ফরাসি নাগরিক অপহৃত

আলজেরিয়ায় আর্ভে গ্যুরদাল নামে এক ফরাসি নাগরিককে অপহরণ করা হয়েছে। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় এ খবর নিশ্চিত করেছে।

নিউজ ডেস্ক>>বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Sept 2014, 05:53 AM
Updated : 23 Sept 2014, 05:53 AM

অপহরণকারীদের পাঠানো এক ভিডিওবার্তায় হুমকি দেয়া হয়েছে, ইরাকে যদি ফ্রান্স হামলা বন্ধ না করে তবে অপহৃত ওই ব্যক্তিকে হত্যা করা হবে।

বিবিসি বলছে, ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ল্যঁরা ফ্যাবিয়াস জানিয়েছেন, ইসলামিক স্টেটের সঙ্গে সম্পৃক্ত কোন জঙ্গি সংগঠনের সদস্যরা তাকে অপহরণ করেছে।

তবে অপহরণকারীরা ইরাকে ইসলামিক স্টেটের জঙ্গিদের ওপর হামলা বন্ধের যে দাবি জানিয়েছেন তা প্রত্যাখ্যান করেছেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী।

রোববার ৫৫ বছর বয়সী গ্যুরদালকে আলজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ কাবিলির টিজি ঔজো এলাকা থেকে অপহরণ করা হয়।

গ্যুরদাল পর্বতারোহীদের গাইড হিসেবে কাজ করতেন বলে আলজেরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

ফ্যাবিয়াস জানিয়েছেন, অপহরণকারীরা একটি ভিডিওবার্তা পাঠিয়েছে। ওই বার্তার মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে, অপহৃত ব্যক্তি আর্ভে গ্যুরদাল।

ভিডিওবার্তায় দেখা গেছে, গ্যুরদাল একটি বিবৃতি পাঠ করছেন আর অস্ত্রধারীরা তাকে ঘিরে রেখেছেন।

ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদকে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের ওপর হামলা বন্ধের আহ্বান জানানো হয় ওই ভিডিওবার্তায়।

অবশ্য ভিডিওবার্তায় জানানো ওই আহ্বান প্রত্যাখ্যান করেছেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী।

ইরাকে আইএস’র জঙ্গিদের অগ্রযাত্রা রুখতে এবং তাদের দমনে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স।

কয়েক সপ্তার মধ্যে আইএস’র জঙ্গিরা দুজন মার্কিন নাগরিক ও একজন ব্রিটিশ নাগরিককে শিরশ্ছেদে হত্যা করেছে।

পাশাপাশি বিমান হামলা বন্ধ করা না হলে আরো নাগরিককে হত্যার হুমকিও দিয়েছে ‘খিলাফত’ প্রতিষ্ঠা করতে চাওয়া এই জঙ্গি গোষ্ঠীটি।