সিরিয়ার শহরে আইএস’কে রুখেছে কুর্দিরা

সিরিয়ার কুর্দি যোদ্ধারা পূর্বাঞ্চলে তুরস্ক সীমান্তের কাছে একটি কুর্দি শহরে ইসলামিক স্টেট (আইএস)জঙ্গিদের অগ্রযাত্রা রুখে দিয়েছে। প্রধান সশস্ত্র কুর্দি একটি দলের মুখপাত্র একথা বলেছেন।

>>রয়টার্স
Published : 22 Sept 2014, 05:26 PM
Updated : 22 Sept 2014, 05:26 PM

প্রধান কুর্দি দলের মুখপাত্র রেডার সেলিল বলেছেন, “তুমুল লড়াই এখনো চলছে। তবে পূর্বের কোবানি শহরে আইএসআইএস (ইসলামিক স্টেট) এর অগ্রযাত্রা গত রাত থেকে থেমে গেছে”।

তিনি বলেন, কোবানি শহরে গত মঙ্গলবার আইএস এর শুরু করা হামলায় পূর্বাঞ্চলীয় ফ্রন্ট তুমুল লড়াইক্ষেত্র হয়ে উঠেছে। ১ লাখেরও বেশি সিরিয়ান কুর্দি ইসলামিক স্টেটের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। অনেকেই সীমান্ত পেরিয়ে চলে যাচ্ছে তুরস্কে।

‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ বলেছে, শেষ ২৪ ঘণ্টায় আইএস যোদ্ধারা উল্লেখযোগ্য কোনো অগ্রগতি অর্জন করতে পারেনি।

জুনের পর থেকে এ নিয়ে দ্বিতীয়বারের মতো কোবানি দখলের লড়াইয়ে নেমেছে আইএস। এর আগে জুলাইয়ে কোবানিতে হামলা হয়েছিল। কুর্দিদের সাহায্যে সেবার লড়াই চালানো হয়।