‘স্কটল্যান্ড এখনো স্বাধীনতা ঘোষণা করতে পারে’

স্কটল্যান্ডে স্বাধীনতা প্রশ্নে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পরাজিত হওয়ায় পদত্যাগের ঘোষণা দেয়া ফার্স্ট মিনিস্টার অ্যালেক্স স্যামন্ড বলেছেন, স্কটল্যান্ড ভবিষ্যতে কোনো গণভোট ছাড়াই স্বাধীনতা ঘোষণা করতে পারে।গণমাধ্যমের খবরে সোমবার একথা বলা হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Sept 2014, 04:27 PM
Updated : 22 Sept 2014, 04:27 PM

স্যামন্ড বলেন, গণভোট স্বাধীনরাষ্ট্র ঘোষণার সবচে ভাল পন্থা হলেও অন্য রাস্তাও আছে। এক টিভি সাক্ষাৎকারে তিনি বলেন, “স্কটিশ পার্লামেন্টকে আরো বেশি ক্ষমতা দেয়া হয়েছে। এ ক্ষমতা বলে পুরোপুরি স্বাধীন পরিস্থিতি না আসা পর্যন্ত... সম্ভবত নিজস্বভাবে স্বাধীনতা ঘোষণা করা যেতে পারে।বহু দেশই এ পথ অনুসরণ করেছে।”

তিনি আরো বলেন, এডনবরায় আরো ক্ষমতার বিকেন্দ্রীকরণ করার প্রতিশ্রুতি পূরণে প্রধান ব্রিটিশ দলগুলো ব্যর্থ হলে আরেকটি ভোট অনুষ্ঠান করা যুক্তিযুক্ত।

“গন্তব্য সুনিশ্চিত। আমরা এখন কেবল সেখানে পৌঁছানোর সময়সীমা এবং পদ্ধতি নিয়ে তর্কবির্ক করছি”, বলেন স্যামন্ড।