শরণার্থী সঙ্কট: তুরস্ককে সহায়তার আহ্বান জাতিসংঘের

জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) বলেছে, সম্প্রতি কয়েকদিনে সীমান্ত পেরিয়ে যাওয়া ১ লাখ ৩০ হাজার সিরীয় শরণার্থীর জন্য তুরস্কের জরুরি ভিত্তিতে সাহায্য প্রয়োজন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Sept 2014, 03:49 PM
Updated : 22 Sept 2014, 03:49 PM

সংস্থাটি বলেছে, ২০১১ সালে সিরিয়ায় সংঘর্ষের সূচনা হওয়ার পর থেকে এত অল্প সময়ে তুরস্কে পালানো শরণার্থীর সংখ্যা একটি সবচেয়ে বেশি।

কুর্দি বিদ্রোহীরা ইসলামিক স্টেট জঙ্গিদের (আইএস) আক্রমণ থেকে বাঁচতে পালাচ্ছে। সম্প্রতি কয়েক মাসে জঙ্গিরা ইরাক ও সিরিয়ার বিশাল এলাকা দখল করে নিয়েছে।

তারা এখন সিরিয়ার কোবানে শহরের দিকে অগ্রসর হচ্ছে। কোবানে দখল করে নিয়ে জঙ্গিরা পুরো এলাকার নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারবে।

বর্তমানে তুরস্কে শরণার্থীর এ ঢলের আগেও দেশটিকে আরো ১০ লাখেরও বেশি সিরীয় শরণার্থী সামলাতে হয়েছে। তিন বছর আগে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধী আন্দোলন শুরু পর তারা সিরিয়া ছেড়ে পালিয়েছিল।

তুরস্কে ইউএনএইচসিআর এর দূত ক্যারোল ব্যাচেলর বিবিসি’কে বলেছেন, এ বিপুল সিংখ্যক শরণার্থী যে কোনো দেশের জন্যই বোঝা হয়ে দাঁড়াবে। এ শরণার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে তাদেরকে আন্তর্জাতিক সহায়তা দেয়ার আহ্বান জানান ক্যারোল।