ইবোলা আক্রান্ত দেশগুলোতে নিষেধাজ্ঞার বিরুদ্ধে হু

পশ্চিম আফ্রিকায় ইবোলা মহামারি ছড়িয়ে পড়া দেশগুলোতে কোনো ভ্রমণ বা বাণিজ্য নিষেধাজ্ঞা না দেয়ার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Sept 2014, 03:17 PM
Updated : 22 Sept 2014, 03:17 PM

ইবোলা আক্রান্ত এলাকাগুলোতে ফ্লাইট বন্ধ করেছে কয়েকটি এয়ারলাইনস। ডব্লিউএইচও এবং অন্যান্য এজেন্সিগুলো বলেছে, এতে করে ত্রাণ তৎপরতা ব্যাহত হচ্ছে এবং বিশেষজ্ঞরা বিশ্বের সবচেয়ে বেশি ইবোলা আক্রান্ত দেশগুলোর রোগীদের কাছে পৌঁছতে পারছে না।

গত সপ্তাহে ইবোলা পরিস্থিতি নিয়ে জরুরি কমিটির বৈঠকের পর ইস্যুকৃত বিবৃতিতে ডব্লিউএইচও বলেছে, ইবোলায় এখন পর্যন্ত ৫ টি দেশে মারা গেছে অন্তত ২ হাজার ৭৯৩ জন।আন্তর্জাতিক অঙ্গনে এই ভাইরাস সংক্রমণ জনস্বাস্থ্যের জন্য উদ্বেগ সৃষ্টি করেছে।

এতে বলা হয়, ফ্লাইট নিষিদ্ধ হওয়াসহ ভ্রমণের ওপর কড়াকড়ির কারণে ইবোলা আক্রান্ত দেশগুলো আরো বিচ্ছিন্ন হয়ে পড়ছে। অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়ছে। ব্যাহত হচ্ছে ত্রাণ এবং সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকানোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রক্রিয়াও।

বিবৃতিতে আরো বলা হয়, “কমিটি আবারো জোর দিয়ে বলেছে, আন্তর্জাতিক চলাফেরার এবং বাণিজ্যের ওপর কোনো বাধা-নিষেধ কিংবা নিষেধাজ্ঞা আরোপ করা উচিত না।”