সিরিয়া সীমান্ত বন্ধ করে দিচ্ছে তুরস্ক

সিরিয়ার সঙ্গে কয়েকটি সীমান্ত পারাপার এলাকা বন্ধ করে দিচ্ছে তুরস্ক। প্রায় ১ লাখ ৩০ হাজার কুর্দি শরণার্থী সপ্তাহান্তে তুরস্কে প্রবেশ করেছে।

>>রয়টার্স
Published : 22 Sept 2014, 12:51 PM
Updated : 22 Sept 2014, 12:51 PM

তুরস্কের নিরাপত্তা বাহিনী রোববার শরণার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিক্ষোভরত কুর্দিদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে। কিছু বিক্ষোভকারী ইসলামিক স্টেট (আইএস) এর সঙ্গে লড়তে সিরিয়া যাওয়ার চেষ্টা করছিল।

বেশিরভাগ শরণার্থীই এসেছে কোবানে শহর থেকে। শহরটি লড়াইয়ে অগ্রগতি অর্জনকারী জঙ্গিদের হুমকির মুখে রয়েছে।

সম্প্রতি কয়েক মাসে ইরাক ও সিরিয়ার বিশাল এলাকা দখল করেছে আইএস। সর্বশেষ তুরস্কে শরণার্থীর ঢলের পর দেশটিতে ১০ লাখেরও বেশি সিরীয় শরণার্থী ঢুকে পড়েছে।

তিন বছর আগে সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে গণবিক্ষোভের শুরু থেকেই তারা পালিয়ে যায়। শরণার্থীর ঢল সামলাতে হিমশিম তুরস্কে নতুন প্রবেশ করা শরণার্থীদেরকে উপচে পড়া একটি স্কুলে আশ্রয় দেয়া হয়েছে।

শুক্রবার তুরস্ক কোবানে শহর থেকে পালিয়ে যাওয়া সিরীয় শরণার্থীদের জন্য সীমান্তের ৩০ কিলোমিটার এলাকা খুলে দেয়। কিন্তু সোমবার ওই এলাকার ৯ টি সীমান্ত ফাঁড়ির মধ্যে মাত্র ২ টি খোলা ছিল বলে জানিয়েছে জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর।