ফিজির প্রধানমন্ত্রী হিসেবে অভিষেক হচ্ছে বাইনিমারামার

২০০৬ সালে সেনা অভ্যুত্থানের মাধ্যমে ফিজির রাষ্ট্রীয় ক্ষমতা দখলকারী ভরেক ফ্রাঙ্ক বাইনিমারামা দেশটির প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করতে যাচ্ছেন।

>> আইএএনএসবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Sept 2014, 08:25 AM
Updated : 22 Sept 2014, 08:25 AM

বাইনিমারামার নেতৃত্বাধীন ফিজি ফার্স্ট পার্টি ২০১৪ সালের সাধারণ নির্বাচনে জয়ী হয়। দেশটিতে ৪ লাখ ৯৬ হাজার ৩৬৪ জন এই নির্বাচনে ভোট দিয়েছেন। এরমধ্যে ফার্স্ট পার্টি ২ লাখ ৯৩ হাজার ৭১৪ ভোট পেয়েছে বলে ফিজি টাইমস জানিয়েছে।

ফিজির প্রেসিডেন্ট রাতু এপেলি নেইলাটিকাউয়ের নেতৃত্বে এই অভিষেক অনুষ্ঠান হতে যাচ্ছে। স্থানীয় সময় বিকাল ৪ টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে।

ফিজির বর্তমান জনসংখ্যা ৮ লাখ ৭০ হাজার।

প্রশান্তমহাসাগরীয় ওই দেশটিতে ১৯৮৭ সাল থেকে চার দফা সেনা অভ্যুত্থান হয়েছে। দেশটির আদিবাসী ফিজিয়ান ও ইন্দো ফিজিয়ানের মধ্যে উত্তেজনার কারণেই রাজনৈতিক অস্থিতিশীলতার সৃষ্টি হয়।