জর্দানে আইএস’র ১১ জঙ্গি গ্রেপ্তার

ইসলামিক স্টেটের (আইএস) ১১ জন জঙ্গিকে গ্রেপ্তার করেছে জর্দানের নিরাপত্তা বাহিনী। আইএস’র এই সদস্যরা সিরিয়া থেকে জর্দানে প্রবেশ করেছিল।

>> আইএএনএসবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Sept 2014, 07:23 AM
Updated : 22 Sept 2014, 07:23 AM

রোববার আইএস’র জঙ্গিরা জর্দানের নিরাপত্তা বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার পর স্বীকার করে যে, তারা আইএস’র নেতাদের নির্দেশে সিরিয়া থেকে জর্দানে প্রবেশ করেছে। তাদের লক্ষ্য ছিল দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়ে দেশজুড়ে আতঙ্ক সৃষ্টি করা।

একটি বাড়িতে বোমা বানানোর সময় বিস্ফোরণের ঘটনায় তাদের উপস্থিতি টের পেয়ে যায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। আর এরপরই তাদের গ্রেপ্তার করা হয়।

সিরিয়া ও ইরাকের সঙ্গে জর্দানের সীমান্ত রয়েছে। দেশটি ইতোমধ্যে সন্ত্রাসবিরোধী সব ধরনের লড়াইয়ে অংশ নেওয়ার অঙ্গীকার করেছে। আইএস’র বিরুদ্ধে লড়াইয়েও তারা অংশ নেয়ার ঘোষণা দিয়েছে।