পরিবেশের সুরক্ষা চেয়ে বিশ্বব্যাপী বিক্ষোভ

জাতিসংঘের জলবায়ু সম্মেলন শুরুর আগে পরিবেশ সুরক্ষার দাবিতে বিশ্বব্যাপী দুই হাজারেরও বেশি স্থানে বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Sept 2014, 05:40 PM
Updated : 21 Sept 2014, 06:37 PM

কার্বণ নিঃসরণ কমাতে বিশ্বনেতাদের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে এসব পরিবেশ র্যা লির আয়োজন করা হয় বলে রোববার বিবিসি জানায়।

এইদিন অস্ট্রেলিয়ায় হাজার হাজার লোকের অংশগ্রহণে র্যা লি হয়, ইউরোপের বিভিন্ন দেশেও বিক্ষোভ হচ্ছে।

পরিবেশ সুরক্ষার দাবিতে সবচেয়ে বড় সমাবেশ হবে নিউ ইয়র্কে, যাতে অংশ নেবেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন।

ম্যানহাটনে ওই সমাবেশে বিশ্বের বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠানের ঊর্ধতন কর্মকর্তা, তারকা ব্যক্তিত্ব ও পরিবেশবাদী নেতারাসহ লক্ষাধিক মানুষ এতে অংশ নেবেন।

অস্ট্রেলিয়ায় মেলবোর্নে শহরে ২০ হাজারেরও বেশি মানুষ পরিবেশ সমাবেশে অংশ নেয়। প্রধানমন্ত্রী টনি অ্যাবটকে পরিবেশের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানায় তারা।

আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের বিষয়টিকে পরিবেশ সতর্কতা থেকে ব্যক্তি পর্যায়ের সতর্কতা হিসেবে দাঁড় করাতে চান তারা।

মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হবে, যাতে অংশ নেবেন ১২৫টি দেশের সরকার প্রধান। কোপেনহেগেনে ২০০৯ সালে সম্মেলনের পর এটি হবে পরিবেশ রক্ষার সবচেয়ে আলোচনা পর্ব।