ইউক্রেইন সঙ্কটের বিরুদ্ধে মস্কোয় বিক্ষোভ

ইউক্রেইন সঙ্কটে রাশিয়ার জড়িত থাকার বিরুদ্ধে মস্কোয় বিক্ষোভ-সমাবেশ করছে লাখো রুশ নাগরিক।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Sept 2014, 04:14 PM
Updated : 21 Sept 2014, 04:14 PM

একই ধরনের বিক্ষোভ দেখা গেছে সেন্ট পিটার্সবার্গ ও অন্যান্য নগরীতেও। বিক্ষুব্ধ জনতা “যুদ্ধ নয়!” “মিথ্যা বলা বন্ধ কর!” স্লোগান দেয়।

রাশিয়া ও ইউক্রেইনের পতাকা হাতে বিক্ষোভকারীরা পুশকিন স্কয়ার থেকে মস্কোর কেন্দ্রস্থলে শাখারভ বলিভার্ড পর্যন্ত পদযাত্রায় অংশ নিয়েছে।

‘রাশিয়ার আগ্রাসী বৈদেশিক নীতি’র বিরুদ্ধে অন্তত ৫০ হাজার মানুষের বিক্ষোভ মিছিলে নামার কর্মসূচির কথা আগেই জানিয়েছিলেন আয়োজকরা। পুলিশ এ কর্মসূচিকে ঘিরে নিরাপত্তাও জোরদার করেছে। তবে মারাত্মক কোনো সহিংসতার খবর আসেনি।

পূর্ব ইউক্রেইনে রুশপন্থি বিদ্রোহীদেরকে রাশিয়া অস্ত্র ও সেনা দিয়ে সহায়তা করছে বলে অভিযোগ করে আসছে ইউক্রেইন সরকার। মস্কো এ অভিযোগ অস্বীকার করেছে।

গত এপ্রিল থেকে পূর্ব ইউক্রেইনে সরকার ও বিদ্রোহীদের লড়াইয়ে নিহত হয়েছে ৩ হাজারেরও বেশি মানুষ। ৫ সেপ্টেম্বরে দুপক্ষের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। কিন্তু তখন থেকেই যু্দ্ধবিরতি বার বার লঙ্ঘিত হয়ে আসছে।

রাশিয়া গত মার্চে ইউক্রেইনের ক্রিমিয়া উপদ্বীপকে নিজ ভূখন্ডের অন্তর্ভুক্ত করে নিলে দুপক্ষে লড়াই শুরু হয়। ইউক্রেইন এবং পশ্চিমা বিশ্ব উভয়ই এ পদক্ষেপের নিন্দা করেছে।