ইয়েমেনে প্রধানমন্ত্রীর পদত্যাগ

ইয়েমেনে শিয়া বিদ্রোহী ও সরকারপন্থিদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের জের ধরে পদত্যাগের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী মোহাম্মদ বাসিনদুয়া।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Sept 2014, 03:21 PM
Updated : 21 Sept 2014, 03:32 PM

রোববার তিনি পদত্যাগ করেন বলে বিবিসি’র প্রতিবেদনে জানানো হয়।

কয়েকদিন ধরে রাজধানী সানায় সুন্নি মিলিশিয়া ও সরকারি বাহিনীর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে শিয়া সম্প্রদায়ের হাউথি অংশের অনুসারীরা।

গত শনিবার জাতিসংঘের এক কর্মকর্তার মধ্যস্থতায় বিবদমান পক্ষগুলোর মধ্যে অস্ত্রবিরতি চুক্তি হলেও বাস্তবে তার ফল দেখা যায়নি।

শিয়া বিদ্রোহীরা রাষ্ট্রীয় টিভি ও রেডিও স্টেশন দখল করেছে বলে খবর পাওয়া যাচ্ছে। এছাড়া, একটি সরকারি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।