শান্তির ডাক মিয়ানমারের প্রেসিডেন্টের

দেশব্যাপী শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে মিয়ানমারের সব পক্ষের প্রতি সহযোগীতার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট উ থেইন সেইন।

>> আইএএনএসবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Sept 2014, 06:52 AM
Updated : 21 Sept 2014, 06:52 AM

আন্তর্জাতিক ‘শান্তি দিবস’কে উপলক্ষ করে রোববার তিনি এ আহ্বান জানান।

এ উপলক্ষে এক বিবৃতিতে তিনি বলেন, “শান্তি প্রতিষ্ঠার উদ্যেগ সব নাগরিকের জন্যই গুরুত্বপূর্ণ। দেশে বিদ্যমান সংঘাত শুধু সংঘর্ষ-কবলিত এলাকাগুলোর মানুষকেই প্রভাবিত করছে না, পুরো দেশের প্রত্যেককে প্রভাবিত করছে।”

বিবৃতিতে ক্ষমতা গ্রহণের পর থেকে শান্তির জন্য তার সরকারের নেয়া বিভিন্ন উদ্যেগের কথা উল্লেখ করেন তিনি।

এসব উদ্যেগ বাস্তবায়নের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি মিয়ানমারের পার্লামেন্ট, রাজনৈতিক দল, সেনাবাহিনী, বিভিন্ন নৃতাত্ত্বিক গোষ্ঠি ও সুশিল সমাজের প্রতি একযোগে কাজ করার আহ্বান জানান।

রাজনীতিতে গতিশীলতা আনতে রাজনৈতিক আলোচনা ও সংলাপ শুরু করার একটি রূপরেখা শিগগিরই তুলে ধরা হবে বলে জানান তিনি। এছাড়া শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে দেশটির সংঘর্ষরত সব পক্ষের সঙ্গে অস্ত্রবিরতি চুক্তি স্বাক্ষর করা হতে পারে বলেও আভাস দেন তিনি।