স্কটল্যান্ডের স্বাধীনতা: ভোটে হেরে পদত্যাগ করছেন স্যামন্ড

স্বাধীনতার প্রশ্নে গণভোটে হেরে যাওয়ার পর পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার অলেক্স স্যামন্ড।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Sept 2014, 04:39 PM
Updated : 20 Sept 2014, 11:27 AM

শুক্রবার রাতে বিবিসির প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার অনুষ্ঠিত গণভোটে ‘না’ পক্ষ জয়ী হওয়ায় মন্ত্রীত্বের পাশাপাশি ‘স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি’র প্রধানের পদও ছাড়বেন বলে জানান স্যামন্ড।

যুক্তরাজ্য থেকে স্বাধীন হওয়ার প্রশ্নে আয়োজিত ওই গণভোটে ৫৫ শতাংশ ভোটার নেতিবাচক রায় দেয়। স্বাধীনতার পক্ষে রায় দেয় ৪৫ শতাংশ স্কটিশ।

শুক্রবার ফলাফল ঘোষণার পর স্যামন্ড বলেন, “নেতা হিসেবে আমার সময় শেষ হয়ে এসেছে। তবে স্কটল্যান্ডের জন্য স্বাধীনতার পক্ষে প্রচার চলবে, স্বপ্ন কখনো মরে যাবে না।”

৫৯ বছর বয়সী স্যামন্ড দীর্ঘ ২০ বছর ধরে এসএনপি বা স্কটিশ ন্যাশনালিস্ট পার্টির নেতৃত্ব দিয়ে আসছেন। ওই অঞ্চলের স্বাধীনতার পক্ষে তার আন্দোলন সফলতার কাছাকাছি চলে গিয়েছিল।

গণভোটে স্কটল্যান্ড স্বাধীন হয়ে যেতে পারে বলে শঙ্কায় পড়ে গিয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। বিচ্ছেদ থামাতে স্কটিশ ভোটারদেরকে নজিরবিহীন উন্নয়নের প্রতিশ্রুতি দেন যুক্তরাজ্যপন্থি নেতারা।

ওই অঞ্চলের উন্নয়নে বিশেষ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন ডেভিড ক্যামেরন।